আশাবুল হোসেন, কলকাতা: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি ইস্যুতে নরেন্দ্র মোদিকে কড়া নিশানা করল তৃণমূল। রান্নার গ্যাসের দাম প্রায় আটশো টাকা হয়ে যাওয়ায়, প্রতীকী ঘুঁটে দিয়ে মোদির আত্মনির্ভরতাকে কটাক্ষ করলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
সেঞ্চুরির পথে পেট্রোল ৷ তাকে ধাওয়া করছে ডিজেল ৷ কলকাতায় ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাস প্রায় ৮০০ ছুঁইছুঁই ৷ ভারতে সবর্কালীন ওপরে পেট্রো-ডিজেলের দাম। হাঁসফাঁস করা অবস্থা সাধারণ মানুষের। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিনই ধর্মতলায় ঘুঁটে দিয়ে নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর’ মন্ত্রকে কটাক্ষ করল তৃণমূল। প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘‘প্রধানমন্ত্রী বারবার রাজ্যে আসছেন। আত্মনির্ভরতার কথা বলছেন। পেট্রোল, ডিজেল অগ্নিমূল্য। রান্নার গ্যাসের যা অবস্থা এখন আত্ননির্ভর হয়ে ঘুঁটে বানাতে হচ্ছে। ঘুঁটেই এখন আত্মনির্ভরতার প্রতীক ৷’’
ওদিকে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর তৃণমূল ঘুঁটে দিয়ে মানুষকে হাজার বছর পিছনে নিয়ে যাচ্ছে ৷’’ পেট্রোপণ্যের রেকর্ড দাম থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে কেন্দ্রীয় সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। কিন্তু, নিজেদের ভ্যাট কমিয়েছে কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় সরকার। যার জেরে ছত্তীসগঢ়ে পেট্রোলের দাম পাশের রাজ্যগুলির তুলনায় লিটারপ্রতি ১২টাকা পর্যন্ত কম। ডিজেলে লিটারপ্রতি প্রায় ৪ টাকা কম।
পেট্রোল ডিজেলে এক টাকা করে কর কমিয়েছে তৃণমূল সরকারও। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী। সোমবার জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে দিল্লির রাজপথে সাইকেল চালিয়ে প্রতিবাদ জানান রবার্ট বঢরা। এদিকে, পেট্রোপণ্যের রেকর্ড দাম বাড়া নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাফাই, তেলপ্রস্তুতকারক দেশগুলি লাভের অঙ্ক বাড়াতে উৎপাদন কমিয়েছে ৷ জোগান কমে যাওয়ায় প্রভাব পড়েছে তেলের আন্তর্জাতিক বাজারে ৷ কোভিডের কারণে উন্নয়নমূলক কাজে কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই খরচ বেড়েছে ৷ উন্নয়ন খাতে বাজেটে যে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে, তার জন্যই কর আদায় করতে হচ্ছে ৷