কলকাতা : তাঁর বিচরণ নাকি শুধুমাত্র ফেসবুকে! জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে মদন মিত্র সুপারহিট। খোশমেজাজে গান গাওয়া হোক বা ভোটের প্রচার, সবেতেই 'লাইভ' উপস্থিতি কামারহাটির সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কের। যা নিয়ে অবশ্য বিরোধীরা খোঁচা দিতে ছাড়েন না। ফেসবুকেই শুধু তাঁকে পাওয়া যায় বলে কটাক্ষ করেন। যে প্রসঙ্গে জানতে চাইলে চেনা মেজাজে পাল্টা দিলেন মদন মিত্র। মুখের মাস্ক খুলে ফেলে হাসিমুখে নিজের মুখের দিকে আঙুল তুলে বললেন, 'এটা হচ্ছে ফেস ভ্যালু। আমি ফেস ভ্যালুতে বেঁচে আছি, ফেসবুকে নয়।'


বৃহস্পতিবার রাজ্যের সদ্য নির্বাচিত বিধায়করা বিধানসভায় গিয়ে শপথগ্রহণ করেন। এদিন দু'দফায় ১৪৩ জন বিধায়ক শপথগ্রহণ করেন। যে বিশেষ অনুষ্ঠানের জন্য সবুজ রঙয়ের পাঞ্জাবী ও তার সঙ্গে মানানসই মাস্ক পরেছিলেন মদন মিত্র। রং-চংয়ে যে সাজপোশাক নিয়ে মদন মিত্র বললেন, 'একজন এই পোশাকটা উপহার দিয়েছিলেন। তাঁর দাবি ছিল দাদা এটা কিন্তু শপথগ্রহণের দিন পরতে হবে। আমি এটুকু করলে যদি কারোর মুখে হাসি ফোটে তাহলে কেন সেটা করব না।' পাশাপাশি তাঁর সংযোজন, 'কামারহাটি বিধানসভায় ১০০ বছরের ইতিহাসে কখনও এমনটা আগে হয়নি। দিদির নির্বাচিত প্রার্থী ৩৫ হাজারের বেশি ভোটে জিতেছেন। আমি নয়, জিতেছে আমার দল।'



এদিকে, শপথগ্রহণ অনুষ্ঠানের দিনও ফের তথাগত রায়কে খোঁচা দিতে ছাড়েননি মদন মিত্র। তিনি জোড়েন, 'দিল্লি যে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, বিভিন্ন সংস্থা পাঠাচ্ছে, তাদের বলব সবার আগে একটা তথাগত বাবুর ব্যাপারে একটা খোঁজখবর করুন যে উনি কাকে কাকে নটী-নর্তকী হিসেবে চান, কবে ও কোন স্টিমারে চান, কীভাবে সেটা সাজানো হবে। কারণ একজন লোক এতটা দুঃখ পেয়েছে।'


দিনদুয়েক আগেই সদ্য বিধানসভা ভোটে পরাজিত বিজেপির কিছু পরাজিত তারকা প্রার্থীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। মদন মিত্রের সঙ্গে ভোটের প্রাক্কালে তাঁদের স্টিমারে ভ্রমণ নিয়ে কটাক্ষ করে নটী-নর্তকী তকমা দিয়েছিলেন।