আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর ও কলকাতা: নন্দীগ্রামে এবার হেভিওয়েট লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। একদা ঘনিষ্ঠ সহযোগী, বর্তমানে প্রতিপক্ষ শুভেন্দু 'বহিরাগত' ও 'ঘরের ছেলে' তত্ত্ব তুলে তাঁর প্রাক্তন দলনেত্রীকে নিশানা করছেন। এর জবাব দিলেন মমতা। এগরার সভা থেকে শুভেন্দুর নামনাম না করে বললেন, নন্দীগ্রামেই ভূমি আন্দোলনের শুরু হয়েছিল। বাংলায় সব প্রান্তই আমার ঘর।


নাম না করে শুভেন্দু সহ দলত্যাগী তৃণমূল নেতাদের আক্রমণ শানিয়েছেন মমতা। বলেছেন,  যদি কেউ মনে করে কিছু গদ্দার নিয়ে এসে তারা মানুষের উপর অত্যাচার করবে। অনেক সহ্য করেছি। অনেক অন্ধ ভালবাসা দিয়েছি। তার পরিণামে ওরা যা আমায় দিয়েছে, জেনে রাখুন আমি এক ইঞ্চি জমি ছাড়ব না।


TMC Candidate List Change: ৪ কেন্দ্রে প্রার্থী বদল তৃণমূল কংগ্রেসের


‘চোর, চিটিংবাজ,গদ্দার, মীরজাফর’ অধিকারী পরিবারের জেলায় দাঁড়িয়ে নাম না করে, এই বাছা বাছা শব্দ ব্যবহার করে দলত্যাগীদের উদ্দেশে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।


শুভেন্দু অধিকারী ভোটের মুখে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুরের রাজনীতির সমীকরণ অনেকটাই পাল্টে গেছে।শুভেন্দু এবং শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন।শুভেন্দুর বাবা শিশির অধিকারীও দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর।খাতায় কলমে এখনও তৃণমূলে আছেন শুভেন্দুর সেজ ভাই দিব্যেন্দু অধিকারী। তবে তিনি কবে পদ্ম শিবিরে যোগ দেবেন, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।এই পরিস্থিতিতে রবিবার এগরায় সভা করবেন অমিত শাহ।বুধবার কাঁথিতে সভা করবেন নরেন্দ্র মোদি।অর্থাত স্পষ্ট, পূর্ব মেদিনীপুরের সব আসন দখল করতে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।আর এক্ষেত্রে তাদের তুরুপের তাস  শুভেন্দু অধিকারী।


WB election 2021: তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, কাঠগড়ায় বিজেপি


আর সেই পূর্ব মেদিনীপুরে হুইলচেয়ারে বসে একদিনে তিনটি সভা করে নাম না করে দলত্যাগীদের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।স্পষ্টতই বোঝা গেল, তাঁর নিশানায় শান্তিকুঞ্জের মেজ ছেলে।বললেন, মনে রাখবেন যাঁরা গদ্দার, মিরজাফর তাঁরা আজকে বিজেপি-র প্রার্থী। বিজেপি-র পুরনো প্রার্থীরা আজ ঘরে বসে কাঁদছে। আর কিছু সিপিএমের হার্মাদ, আর কিছু তৃণমূল থেকে চোর-চোরটা চিটিংবাজ কয়েকটা গিয়েছে, এখানে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে।


শুভেন্দু যখন মোটরবাইকে চেপে পায়ে হেঁটে নন্দীগ্রামে প্রচার সারছেন, তখন তখন একই জেলায় এগরার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই নন্দীগ্রামের নাম। বললেন, আমাকে অনেকে বলেছিল, তুমি নন্দীগ্রাম থেকে লড়ছ। অনেক দূর যেতে হবে। আমি বললাম বাংলাটাই আমরা নিজের ঘর।


অন্যদিকে, শুভেন্দু নিজেকে  নন্দীগ্রামের ভূমিপুত্র বলে উল্লেখ করে প্রচার করছেন।


সব মিলিয়ে গোটা বাংলার নজর এখন পূর্ব মেদিনীপুরে হেভিওয়েট হয়ে ওঠা নন্দীগ্রাম জনপদের দিকে।