আশাবুল হোসেন, কলকাতা: ৪টি কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। এই চার কেন্দ্র হল নদিয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা এবং বীরভূমের দুবরাজপুর।
নদিয়ার কল্যাণী কেন্দ্রে প্রার্থী হলেন অনিরুদ্ধ বিশ্বাস। আগে এখানে রমেন্দ্রনাথ বিশ্বাসের নাম ঘোষণা করা হয়।
উত্তর ২৪ পরগনার অশোকনগর কেন্দ্রে প্রার্থী হলেন নারায়ণ ঘোষ। আগে এখানে প্রার্থী হিসাবে ধীমান রায়ের নাম ঘোষণা করা হয়।
উত্তর ২৪ পরগনায় আমডাঙা কেন্দ্রে প্রার্থী হলেন রফিকুর রহমান। এর আগে এই কেন্দ্রে মোস্তাক মোর্তাজার নাম ঘোষণা করা হয়।
দুবরাজপুরের তৃণমূল প্রার্থী হলেন দেবব্রত সাহা। দুবরাজপুরের তৃণমূল প্রার্থী ছিলেন অসীমা ধীবর।
শুধু শাসক দল নয়, প্রার্থী বদল করেছে বিজেপিও। আলিপুরদুয়ারে প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির।
আলিপুরদুয়ারে আগে এই কেন্দ্রে অশোক লাহিড়ির নাম ঘোষণা করা হলেও পরে সুমন কাঞ্জিলালকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করে।
জেলা বিজেপি সভাপতির দাবি, নতুন প্রার্থীর নাম ঘোষণার পর ওই কেন্দ্রের বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ভালই সাড়া পড়েছে।
এর আগে যাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছলি, সেই অশোক লাহিড়ির রাজ্যের ভোটার তালিকায় নাম নেই বলে বিজেপি সূত্রে খবর।
৮ দফায় বাংলার মহাযুদ্ধ শুরু হচ্ছে ২৭ মার্চ অর্থাৎ পরের শনিবার। কিন্তু, তার আটদিন আগে ৪ কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার তৃণমূল নেতৃত্ব প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানায়, আমডাঙায় মোর্তাজা হোসেনকে সরিয়ে ফের রফিকুর ইসলামকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। অশোকনগরে আগে প্রার্থী করা হয়েছিল বিদায়ী বিধায়ক ধীমান রায়কে। তাঁর জায়গায় নতুন প্রার্থী হলেন নারায়ণ গোস্বামী। কল্যাণীতে বিদায়ী বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাসের বদলে প্রার্থী হলেন অনিরুদ্ধ বিশ্বাস। আর দুবরাজপুরে অসীমা ধীবরের জায়গায় দেবব্রত সাহাকে প্রার্থী করল তৃণমূল নেতৃত্ব।
৫ মার্চ একসঙ্গে ২৯১টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, সেদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার আমডাঙায় বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের বদলে, বামফ্রন্ট আমলের ত্রাণমন্ত্রী মোর্তাজা হোসেনকে প্রার্থী করায় শরু হয়ে যায় বিক্ষোভ। ক্ষোভে ফেটে পড়েন এই কেন্দ্রের দু’বারের তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তিনি বলেন, ‘‘তৃণমূলের জেলা সভাপতি আমার সঙ্গে ৬ মাস কথা বলেননি ৷’’
নাম ঘোষণার দু’সপ্তাহ পর, এবার এই কেন্দ্রে প্রার্থী বদল করে ফের রফিকুরেই আস্থা রাখল ঘাসফুল শিবির। এদিকে, আমডাঙার ভিন্ন ছবি একই জেলার অশোকনগরে। এখানে আগে প্রার্থী করা হয়েছিল বিদায়ী বিধায়ক ধীমান রায়কে। কিন্তু এদিন তাঁর জায়গায় নতুন প্রার্থী হলেন নারায়ণ গোস্বামী। নদিয়ার কল্যাণীতেও বিদায়ী বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাসকে প্রথমে প্রার্থী করেছিল দল। কিন্তু এবার তাঁকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। তাঁর জায়গায় এবার লড়বেন অনিরুদ্ধ বিশ্বাস। অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরে অসীমা ধীবরের জায়গায় প্রার্থী হলেন দেবব্রত সাহা।