কলকাতা: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি ওয়েবসাইটগুলোয় স্বাভাবিকভাবেই চাপ বাড়বে। কিন্তু যদি আপনার রেজাল্ট দেখতে পান এবিপি আনন্দের ওয়েবসাইটেই? হ্যাঁ, মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও ফল জানতে চোখ রাখুন https://bengali.abplive.com-এ।

দেখে নিন, কীভাবে জানবেন উচ্চমাধ্যমিকের ফল

  • প্রথমে খুলুন এবিপি আনন্দের ওয়েবসাইট https://bengali.abplive.com

  • এরপর সাইটের ওপরে বাঁ দিকে দেখুন হোমের পাশে লেখা আছে HS রেজাল্ট। তাতে ক্লিক করুন।

  • অথবা সরাসরি খুলুন wb12.abplive.com

  • abplive.com-ও খুলতে পারেন।

  • এতে দেখা যাবে নাম রেজিস্টার করার ফর্ম।

  • তাতে নাম টাইপ করুন। রোল নম্বর দিন অ্যাডমিট কার্ড দেখে। কোন শাখায় পরীক্ষা দিয়েছেন সিলেক্ট করুন। দিন নিজের ইমেল আইডি, মোবাইল নম্বর।

  • ক্লিক করুন রেজিস্টার নাউ-তে।


পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে এসে পৌঁছবে আপনার কাছে।

Education Loan Information:

Calculate Education Loan EMI