কলকাতা: এবারের মাধ্যমিকে সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার। তার পরে স্থান দুই ২৪ পরগনার। কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পাসের হার ৯২.১৬ শতাংশ।


এদিন সকাল ১০টার সময় প্রকাশিত হয় ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। সাড়ে ১০টা থেকে এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। ক্লিক করতে হবে wb10.abplive.com এ।


করোনা আবহে আজ মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাবে না পরীক্ষার্থীরা। সূত্রের খবর, ২২ এবং ২৩ জুলাই মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে স্কুল থেকে। তবে, করোনার কথা মাথায় রেখে পরীক্ষার্থীরা মার্কশিট নিতে স্কুলে আসতে পারবে না। নথি দেখিয়ে স্কুল থেকে তা সংগ্রহ করতে হবে অভিভাবকদের।


রেজাল্ট জানুন আমাদের ওয়েবসাইটে, ক্লিক করুন wb10.abplive.com এ।


Education Loan Information:

Calculate Education Loan EMI