তৃণমূল ছাড়লেন আরেক শুভেন্দু-ঘনিষ্ঠ, ‘তোমারে বধিবে যে, শান্তিকুঞ্জে বাড়িছে সে!’ কাকে ইঙ্গিত করলেন ধীরেন্দ্রনাথ পাত্র?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2020 05:15 PM (IST)
তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, তোমারে বধিবে যে, শান্তিকুঞ্জে বাড়িছে সে। শুভেন্দু অধিকারীর সঙ্গে দল যে ব্যবহার করেছে, তা আমরা মেনে নিতে পারছি না। তাই আজ থেকে তৃণমূলের সঙ্গে আর কোনও সম্পর্ক রইল না।
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: কণিষ্ক পণ্ডার পর এবার ধীরেন্দ্রনাথ পাত্র। দল ছাড়লেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতা। তোমারে বধিবে যে, শান্তিকুঞ্জে বাড়িছে সে, দলত্যাগের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন তিনি। শুভেন্দু যেদিন হলদিয়ায় দাঁড়িয়ে কার্যত শক্তি প্রদর্শন করে দাবি করলেন যে, মন্ত্রিত্ব ছাড়ার পরও সভায় লোক হয়েছে, তৃণমূল আনেনি, বিজেপি আনেনি, সেদিনই তৃণমূলের জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন তাঁর অনুগামী বলে পরিচিত ধীরেন্দ্রনাথ। তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, তোমারে বধিবে যে, শান্তিকুঞ্জে বাড়িছে সে। শুভেন্দু অধিকারীর সঙ্গে দল যে ব্যবহার করেছে, তা আমরা মেনে নিতে পারছি না। তাই আজ থেকে তৃণমূলের সঙ্গে আর কোনও সম্পর্ক রইল না। দলত্যাগী তৃণমূল নেতার দাবি, শুভেন্দুর হাত ধরেই ৫ বছর আগে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। গত বছর থেকে জেলার সাধারণ সম্পাদকে পদে ছিলেন। ধীরেন্দ্রনাথের দলত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলা কোঅর্ডিনেটর ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি কোনও মন্তব্য করতে চাননি। কয়েকদিন আগে দলবিরোধী কাজের অভিযোগে শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করেছে তৃণমূল। তার রেশ কাটতে না কাটতেই পদত্যাগ করলেন তৃণমূলের জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন আরেক শুভেন্দু অনুগামী।