সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল দাবি করেন, ভারতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হার ২.৮২ শতাংশ। পৃথিবীতে সবচেয়ে কম মৃত্যুর হার যেসব দেশে, তাদের মধ্যে আছে ভারত। দেশে কোভিড-১৯ এ ৭৩ শতাংশ মৃত্যু ঘটেছে সেইসব রোগীর যাদের মধ্যে কো-মর্বিডিটি অর্থাত আনুষঙ্গিক নানা উপসর্গ ছিল। তিনি আরও জানান, ভারতের কোভিড-১৯ মৃত্যুর ৫০ শতাংশ হয়েছে দেশের জনসংখ্যার ১০ শতাংশের মধ্যে। সারা দেশে এপর্যন্ত ৯৫৫২৭ জন করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন বলে জানান তিনি। বলেন, রিকভারি রেট অর্থাত সুস্থ হয়ে ওঠার হার ৪৮.০৭ শতাংশ। দেশে কোভিড-১৯ টেস্টিংয়ে আগের চেয়ে আরও গতি এসেছে বলে দাবি করেন ডঃ গুপ্তা। তিনি বলেন, টেস্টিং বেড়েছে। এখন আমরা প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার টেস্ট করছি।
রাজ্য সরকারগুলিকে কোভিড-১৯ সংক্রমণের ট্র্যাজেকটরি অর্থাত্ গতিবিধি বিশ্লেষণ করতে বলা হয়েছে বলে জানান অগ্রবাল। বলেন, কোনও রাজ্য যদি মনে করে, অস্থায়ী ভিত্তিতে কোভিড-১৯ কেয়ার সেন্টার তৈরি করা প্রয়োজন, তারা করতেই পারে।
মঙ্গলবারের হিসাব, ভারতে নোভেল করোনাভাইরাস সংক্রমণ সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮৭০৬। এপর্যন্ত মারা গিয়েছেন ৫৫৯৮ জন।