নয়াদিল্লি: তাঁর সরকার যে সব সংস্কার এনেছে তাতে ভারত সম্পর্কে বিশ্ববাসীর ধারণাই বদলে গিয়েছে। অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া বা (Assocham)-এর সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বললেন। তিনি বলেছেন, এখন আমাদের পরিকল্পনা মাফিক এগনোর সময়, আগামী ২৭ বছর বিশ্ব মঞ্চে ভারতের ভূমিকা নির্ধারণ করবে।

প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষ্যে অ্যাসোচ্যামের এই অনুষ্ঠান চলবে এক সপ্তাহ ধরে, এর থিম ইন্ডিয়াস রেসিলিয়েন্স: আত্মনির্ভর রোডম্যাপ টুওয়ার্ডস ৫ ট্রিলিয়ন ডলার ইকোনমি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠান, এতে বক্তৃতা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, আগে ভারতে বিনিয়োগের কথা উঠলে বিশ্বের লোক প্রশ্ন করত, ভারত কেন। সেই মানসিকতা তাঁর সরকার পরিবর্তন করতে পেরেছে, এখন প্রশ্ন উঠছে, ভারত নয়ই বা কেন? টাটা গোষ্ঠীর প্রতিভূ হিসেবে রতন টাটার হাতে তিনি তুলে দেন অ্যাসোচ্যাম এন্টারপ্রাইস অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড। ভারতের উন্নয়নে শিল্পের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, গোটা বিশ্বে ভারতের অবস্থান নিয়ে ধ্যানধারণা অত্যন্ত ইতিবাচক, ১৩০ কোটি ভারতীয়ের আশা ও স্বপ্ন এই ইতিবাচকতা সম্ভব করেছে।