কলকাতা: একে করোনায় রক্ষে নেই, এবার বৃষ্টি দোসর। শারদোত্‍সবে বৃষ্টির ভ্রূকুটি। ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।


এবছর পুজোর আনন্দ অনেকটাই কেড়ে নিয়েছে মারণ ভাইরাস করোনা। তারওপর উত্‍সবে জল ঢালতে চলেছে বরুণদেব। স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে বর্ষার বিদায় নেওয়ার কথা ১৪ অক্টোবর। কিন্তু, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় পুজোর আগে বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৯ তারিখ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। নিম্নচাপের অভিমুখ হতে পারে ওড়িশা-অন্ধ্র উপকূল। এরজেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৬ থেকে ২০ অক্টোবর প্রাক পুজো পর্যায়ে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১ থেকে ২৬ অক্টোবর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।


তবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ২২, ২৩, ২৪, অর্থাত্‍, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। বৃষ্টিতে ভাসবে পুজো? না কি শেষমেশ কি মেঘের ফাঁক থেকে উঁকি দেবে রোদ্দুর? সেই আশাতেই বসে সকলে।