IMD Weather Forecast: শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘন কুয়াশা, উত্তরের একাধিক রাজ্যে জারি সতর্কতা

IMD Weather Forecast: শনিবার থেকে টানা চার দিন জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের মতো রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ বইবে।

Continues below advertisement

নয়াদিল্লি: দেরিতে হলেও জাঁকিয়ে বসছে শীত। তার মধ্যেই উত্তর ভারতের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শৈত্যপ্রবাহের (Cold Wave) সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া বিভাগ (India Meteorological Department/IMD)। একই সঙ্গে ঘন কুয়াশা (Dense Fog Alert) নিয়েও সতর্ক করা হয়েছে একাধিক রাজ্যকে।   

Continues below advertisement

আইএমডি-র বুলেটিনে জানানো হয়েছে, শনিবার থেকে টানা চার দিন জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের মতো রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ বইবে। শনিবার থেকে তিন দিন শৈত্যপ্রবাহ বইবে গুজরাতে এবং পাঁচ দিন শৈত্যপ্রবাহ বইবে রাজস্থানের উত্তর অংশে। উত্তরপ্রদেশের পশ্চিম অংশে শৈত্যপ্রবাহ বইবে রবি এবং সোমবার।

আরও পড়ুন: সামান্য কাটল দূষণ, শনিবার থেকে দিল্লিতে ফের স্কুল খুলছে

পঞ্জাব (১৮-২০ ডিসেম্বর), হরিয়ানা-চণ্ডীগড় (১৮-১৯ ডিসেম্বর), রাজস্থান (১৮ ডিসেম্বর), অসম-মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় (১৮-১৯ ডিসেম্বর) পর্যন্ত ঘন কুয়াশার প্রকোপ থাকবে বলেও জানিয়েছে আইএমডি। একই সঙ্গে এই মুহূর্তে দিল্লিতে তাপমাত্রা ৭ ডিগ্রির আশেপাশে রয়েছে। আগামী দু’-তিন দিনে তা আরও বেশ কিছুটা নেমে যেতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে রাজধানীর অধিকাংশ এবং সংলগ্ন এলাকা।

 

উত্তরের রাজ্যগুলির পাশাপাশি আগামী কয়েক দিনে মহারাষ্ট্রের তাপমাত্রাও একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি নেমে যেতে পারে বলে জানিয়েছে আইএমডি। মধ্যভারতে তাপমাত্রা নীচে নামবে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত।

Continues below advertisement
Sponsored Links by Taboola