ফের ঝলমলাচ্ছে রোদ, রাজ্যে বসন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2020 09:04 AM (IST)
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও সিকিমের আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা: মেঘ কেটে গিয়ে ফের রোদ ঝলমলে বসন্ত দিন। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে হালকা কুয়াশা পড়ছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও সিকিমের আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকালের তুলনায় পারদ চড়েছে ২ ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।