নয়াদিল্লি: চোটের জন্য বেশ কিছুদিন তিনি মাঠের বাইরে। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন শিখর ধবন। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন করছেন দিল্লির বাঁহাতি ওপেনার।

তবে ভক্তরা এটা জানলে খুশি হবেন যে, সুস্থ হয়ে উঠেছেন ধবন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে সিরিজে ফের মাঠে দেখা যেতে পারে তাঁকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন ধবন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই কিউয়িদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলা হয়নি ধবনের।

তবে চোট-আঘাত বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে বাঁহাতি ওপেনারকে। আঙুল ভেঙে যাওয়ায় বিশ্বকাপে খেলতে পারেননি। পরে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সময় হাঁটু কেটে যায়।

আপাতত তিনি এনসিএ-তে রিহ্যাবে মগ্ন। তার ফাঁকেই ধবন ট্যুইট করে নিজের ফিট হয়ে ওঠার খবর দিলেন। ঘোড়ায় বসে থাকা অবস্থায় নিজের ছবি ট্যুইট করেছেন ধবন। সঙ্গে লেখেন, ‘কিতনে বোলার থে? গব্বর ইজ ব্যাক।’




শোলের সংলাপ আউড়ে ধবন ইঙ্গিত দিলেন, বাইশ গজে ব্যাট হাতে বোলারদের শাসন করতে তিনি মুখিয়ে রয়েছেন।