কলকাতা: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ বিকেলের পর থেকে হতে পারে কালবৈশাখী। রবিবারেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি, ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবার নদিয়া, মুর্শিদাবাদ এলাকায় রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে।
আজ কলকাতায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা, বেলা গড়ালে মেঘে ছেয়ে যেতে পারে আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, ২২.২ ডিগ্রি। কিন্তু হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্জা পশ্চিমী নিম্নচাপে পরিণত হয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত হয়েছে পাকিস্তান থেকে ছত্তিশগড় পর্যন্ত। এর প্রভাবে উত্তরাখণ্ডে তুষারপাত হতে পারে, আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে। আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে বিহার এবং ঝাড়খণ্ডে।
আগামী ২ দিনে ফের বৃষ্টির সম্ভাবনা, হতে পারে কালবৈশাখী, জানাল আবহাওয়া দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 08:47 AM (IST)
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -