প্লাবিত হতে পারে নীচু এলাকা, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2020 12:23 PM (IST)
কাল ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে তারা।
কলকাতা: ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে নদীগুলির জলস্তর বাড়তে পারে, নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি। হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাল ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে তারা।