করোনা আক্রান্ত পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2020 09:48 AM (IST)
তাঁর মায়েরও করোনা হয়েছে।
কলকাতা: পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর মাও করোনা আক্রান্ত হয়েছেন। গতকালই তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গেস্ট হাউসে আইসোলেশনে রয়েছেন পরিবহণমন্ত্রী। তাঁর মাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হন। তিনজনেই বর্তমানে সুস্থ।