কলকাতা: ফের বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহের শেষে দক্ষিণ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায়।


এর কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওড়িশার দক্ষিণ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা। সেই অক্ষরেখার টানে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।


ফলে দুই বঙ্গই আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না।