সঞ্চয়ন মিত্র, কলকাতা : আশঙ্কা সত্যি করে আন্দামান সাগরের নিম্নচাপ (Depression) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হচ্ছে। আবহাওয়া দফতর (Met Office) সূত্রে খবর, যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তা আগামী শনিবার (৪ ডিসেম্বর) এসে উপস্থিত হবে ওডিশা (Odisha)-অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলের কাছে। আর যার প্রভাব আমাদের রাজ্যেও (West Bengal) বেশ ভালভাবেই পড়তে চলেছে। জানা যাচ্ছে, সপ্তাহান্তে আছড়ে পড়তে চলা ঘূর্ণিঝড়ের জেরে ২ মেদিনীপুরে (Medinupur) ঝড়-বৃষ্টির আশঙ্কা। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার (Parhganas) উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া দফতরের আশঙ্কা, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল পরিমাণ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। হাওড়া (Howrah), ঝাড়গ্রামের (Jhargram) মতো জেলায় ভারী বৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে। পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal) বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। আর এসবের জেরে আপাতত দক্ষিণবঙ্গে শীত থমকে। আগামী কয়েকদিনে তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনাও তেমন নেই।


ঝলকে আবহাওয়া দফতর যা জানাচ্ছে-



  • শনিবার (৪ ডিসেম্বর) ওড়িশা-অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার আশঙ্কা।

  • ঘূর্ণিঝড়ের প্রভাবে ২ মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • ৬০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

  • সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, ঝাড়গ্রামেও।

  • দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা


এমনিতে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।  উত্তুরে হাওয়া বাধার মুখে পড়ায়, তাপমাত্রার এই ঊর্ধ্বগতি।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আজই আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে।  আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে।


আরও পড়ুন-শক্তিশালী হবে নিম্নচাপ, শীতের ইনিংস শুরুতেই বাধা বৃষ্টির ?