কলকাতা: আজ টলিউডের জনপ্রিয় তারকা জিতের (Jeet) জন্মদিন। ৪৩ বছরে পা দিলেন অভিনেতা। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন তাঁর একাধিত অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি গানের শ্যুটিংয়ের অংশ পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শ্যুটিংয়ের মাঝে তাঁদের মজার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'আমাদের অজস্র মজার কথাবার্তা এবং হাসিঠাট্টা, একজন অসাধারণ সহ-অভিনেতা থেকে একজন দুর্দান্ত মানুষ। ভালবাসা এবং শ্রদ্ধা সর্বদা। শুভ জন্মদিন জিৎ।' অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অনুরাগী।
সম্প্রতি প্রেক্ষাগৃৃহে মুক্তি পেয়েছে জিৎ-মিমি (Jeet and Mimi Chakraborty) অভিনীত ছবি 'বাজি' (Baazi)। এরপর ওটিটি প্ল্যাটফর্মেও (OTT Release) মুক্তি পেয়েছে টলিউডের তারকা জুটির ছবি। অনলাইন স্ট্রিমিং অ্যাপ জি ফাইভে (Zee5) ২৮ নভেম্বর থেকে প্রিমিয়ার শুরু হয়েছে 'অ্যাকশন থ্রিলার' (Action Thriller) ঘরানার ছবিটির। গত ১০ অক্টোবর সিনেমা হলে মুক্তি পায় 'বাজি'।
আরও পড়ুন: 83 Film Trailer : ২৪ ডিসেম্বর ছবি মুক্তি, আজ প্রকাশ্যে ৮৩ ছবির ট্রেলার, দেখুন
জি ফাইভ, ইন্ডিয়ার চিফ বিজনেস অফিসার মণীশ কালরা বলেন, 'আমরা বিভিন্ন ভাষার সিনেমা ও সিরিজ নিয়ে দর্শকদের কাছে পৌঁছতে পেরে খুবই আনন্দিত। আমরা সব সময়েই শ্রেষ্ঠ আঞ্চলিক কন্টেন্টগুলো দর্শকদের কাছে পৌঁছনোর লক্ষ্যে থাকি এবং 'বাজি'-র মাধ্যমে আমরা আমাদের বাঙালি দর্শকদের একটি 'অ্যাকশন রোম্যান্স থ্রিলার' ছবি দিয়ে মনোরঞ্জন করতে প্রস্তুত।'
হিট তামিল ছবি 'নান্নাকু প্রেমাথো'-র রিমেক এই ছবিটি। 'বাজি'-র পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি।