কলকাতা: করোনার কোপ পড়েছিল নিয়োগের ক্ষেত্রেও। সেই ত্রাস কাটিয়ে আজই ঘোষণা হতে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল পরীক্ষার ফল। পরীক্ষার ফল প্রকাশের পর ssc.nic.in এই ঠিকানায় গিয়ে চাকরিপ্রার্থীরা নিজেদের ফল দেখতে পারবে। ১১ হাজার ২৭১ পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল কমিশন। কমিশন জানিয়েছিল ৫০ হাজার ২৯৩ জন চাকরিপ্রার্থী টায়ার থ্রি পরীক্ষা দিতে পারবে। তবে পরীক্ষায় বসেছেন ৪১ হাজার ৮০৩ জন।


কীভাবে দেখবেন ফল?



  • স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in –তে যেতে হবে।

  • লেটেস্ট নিউজ বিভাগে ফলপ্রকাশের লিঙ্ক পাওয়া যাবে।

  • ওই লিঙ্কে ক্লিক করে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে।

  • সাবমিট অপশনে ক্লিক করলে এসএসসি সিজিএল ২০১৮-র ফল স্ক্রিনে দেখা যাবে।

  • ওই ফল ডাউনলোড করা যাবে।


উল্লেখ্য টায়ার ওয়ান পরীক্ষা হয় ২০১৯ সালের জুন মাসে। ওই বছরই সেপ্টেম্বর মাসে টায়ার টু পরীক্ষা নেয় কমিশন। টায়ার থ্রি পরীক্ষা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। কোভিডের জেরে পিছিয়ে যায় ফল প্রকাশ। শেষমেশ এক বছরের বেশি সময় পর প্রকাশিত হতে চলেছে ফল।


টায়ার থ্রি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতামান ছিল ৫০ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর। কিন্তু ওই পরীক্ষায় বসেননি সবাই। ৪১ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষায় ফল প্রকাশের পর যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। তাঁদের পে ব্যান্ড হবে ৯ হাজার ৩০০ টাকা থেকে ৩৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত।


 


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI