কলকাতা: হেমন্তের শহরে শীতের আমেজ৷ নামছে পারদ৷ ভোরের বাতাসে হিমেল ছোঁয়া৷ নভেম্বরের শুরুতেই বাতাসে শীত শীত ভাব। কলকাতায় দ্রুত নামছে পারদ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ২০ ডিগ্রিরও নীচে নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। জেলাতেও পারদ পতন অব্যাহত।
এছাড়াও, বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। সব মিলিয়ে ইনিংস শুরুর আগে উপস্থিতি ভালোই জানান দিচ্ছে শীত।
কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে, নভেম্বরের শুরুতেই বাতাসে শীত শীত ভাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Nov 2020 10:17 AM (IST)
হেমন্তের শহরে শীতের আমেজ... ভোরের বাতাসে হিমেল ছোঁয়া !!!
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -