নয়াদিল্লি : চলছে তাপপ্রবাহ (Heat Wave)। অসহ্য গরমে (Unbearable Summer) জেরবার হয়ে যাচ্ছে মানুষ। বাইরে বের হওয়াটাই যেন আতঙ্কের হয়ে উঠেছে। এই অবস্থা শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের অনেক রাজ্যই তীব্র গরমে 'জ্বলেপুড়ে খাক' হয়ে যাচ্ছে। রবিবার তেমনই ছবি ধরা পড়ল দেশের বিভিন্ন রাজ্যে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি রইল অনেক জায়গায়। 


ভারতের আবহাওয়া দফতর (India Meteorological Department) সূত্রে খবর, সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাঘুরি করেছে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে। এই তাপমাত্রা দেখা গেছে- ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়কণ্ড, বিদর্ভ, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। এছাড়া বিহার, তামিলনাড়ু, পুদুচেরি ও উত্তরপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা থেকেছে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।


গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন অংশে স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি সর্বোচ্চ তাপমাত্রা থেকেছে এদিন। এছাড়া পশ্চিমবঙ্গের কিছু অংশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, বিদর্ভ ও তেলেঙ্গানার কিছু অংশে স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থেকেছে। 


চলতি তাপপ্রবাহটা চলতি মাসে দ্বিতীয় তাপপ্রবাহ স্পেল। প্রথমবারে তাপপ্রবাহের জ্বালা পোহাতে হয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গুজরাতের মানুষকে।


এপ্রিলে রেকর্ড গরম-


গরমে পুড়ছে গোটা বাংলা। কলকাতায় বইছে লু। জরুরি কাজে রাস্তায় বেরনো মানুষজন গরমে কাহিল হয়ে পড়ছেন ! গত অর্ধ শতাব্দীতে এপ্রিলের শহরে দীর্ঘস্থায়ী গরম। দক্ষিণবঙ্গের ৬ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।


রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা  ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। আবহবিদরা বলছেন, এপ্রিল মাসের কলকাতায় গত ৫০ বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ, অস্বস্তিকর আবহাওয়া দেখা যায়নি।


১৯৮০ সালের এপ্রিলে কলকাতার পারদ উঠেছিল ৪১.৭ ডিগ্রি। ২০১৪ ও ২০১৬-তেও এই এপ্রিলেই বেশ কয়েকদিন ৪১-এর গণ্ডি ছাড়িয়েছিল তাপমাত্রা। ২০১৩-র এপ্রিলে একদিন এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি ছুঁয়েছিল। শুধু দীর্ঘস্থায়ী গরমের রেকর্ড গড়াই নয়। দিনের তাপমাত্রায় মরুশহর জয়সলমীর আর দুবাইকে টেক্কা দিয়েছে কলকাতা আর পানাগড়ের তাপমাত্রা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।