নয়া দিল্লি: পর পর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য দেশের উত্তরের রাজ্যগুলিতে বৃষ্টির প্রাবল্য বাড়ছে। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দেশে বর্ষা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ভারতের এমন কোনও রাজ্য নেই যেখানে এই সময়ে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির কারণে মানুষ গরম থেকে স্বস্তি পেলেও জনজীবনও বিপর্যস্ত হয়েছে। উত্তরপ্রদেশ-বিহার থেকে গুজরাত পর্যন্ত প্রকৃতির ক্ষোভ তুঙ্গে। উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ ভূমিধস হয়েছে একাধিক এলাকায়।
ভারী বৃষ্টির প্রভাব পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে অনেক জায়গা থেকে ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। বুধবার পাহাড় ধসের একটি ভিডিও সামনে এসেছে যা শিহরণ জাগানো। বুধবার পিপলকোটি এবং জোশিমঠের কাছে ফের একটি বিশাল ভূমিধস হয়েছে। প্রকৃতি যেন বিস্ফোরণ ঘটিয়েছে সেখানে। চোখের সামনে তলিয়ে যায় গোটা রাস্তা। একসময় শুধু ধুলোর ঝড়ে ঢেকে যায় গোটা এলাকা। বদ্রীনাথে জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়ে যায়। ধসের ফলে আটকে যায় বহু তীর্থযাত্রী।
দেখুন সেই ভিডিও-
আরও পড়ুন, ঘূর্ণাবর্তের চরম প্রভাব বঙ্গে! লাল সতর্কতা জারি, বন্যা পরিস্থিতি জেলায় জেলায়
এদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে অলকানন্দা নদী। উত্তরাখণ্ডের নদীগুলিও জোশীমঠের কাছে বিষ্ণু প্রয়াগে ফুলেফেঁপে উঠেছে। অলকানন্দা বিষ্ণু প্রয়াগে ধৌলি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। সেখানেও তার রুদ্ররূপ ধরা পড়েছে।
চামোলিতে দুটি জায়গায় ধসের কারণে বদ্রীনাথ হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। যার ফলে অনেক যাত্রী এবং স্থানীয়রা আটকা পড়েছে, সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনটাই জানান হয়েছে।
অন্যদিকে, উত্তরাখণ্ডের পুলিশের তরফে বলা হয়েছে, শনিবার, হায়দ্রাবাদের দুই পর্যটক চামোলি জেলায় ভূমিধসের পরে পাথরের আঘাতে মৃত্যু হয়েছে। এদিকে, চারধাম যাত্রায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে একদিনের জন্য স্থগিত থাকার পরে সোমবার আবার শুরু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে