কলকাতা: কয়েকদিন আগেই দুদিন রাজ্য সফরে এসে দুটি মেগা সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মেদিনীপুরে জনসভার পর বীরভূমের বোলপুরে ভিড়ে ঠাসা রোড শো করেছেন তিনি। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের পালে হাওয়া টানতে এভাবেই তৎপর হয়ে উঠেছে বিজেপি সহ রাজনৈতিক দলগুলি। এবার জানা গেল, আগামী জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। আগামী বছরের এপ্রিল-মে মাসে রাজ্য বিধানসভা নির্বাচন হতে পারে। তার আগে বিজেপির ভোট রণনীতি তৈরি করে ফেলেন অমিত শাহ। সূত্রের খবর, ইংরেজি নতুন বছরের কয়েক মাসে এক সপ্তাহ বাংলাতে কাটাবেন। আর এই সময়ে তিনি ভোটের প্রচার সংক্রান্ত দলের সমস্ত রণকৌশলের রূপরেখা তৈরি করবেন এবং রাজ্যের পরিস্থিতি অনুসারে তার রূপায়ণের ব্যবস্থা করবেন।
সূত্রের খবর, অমিত শাহ জানুয়ারিতে ফের কলকাতায় আসবেন। তিনি ১২ জানুয়ারি শহরে পৌঁছবেন এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে যুব উৎসবে অংশগ্রহণ করবেন। এরপর হাওড়ায় একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। এই পর্বে তিনি তিনদিন রাজ্যে থাকবেন বলে খবর।
এর আগে ১৯-২০ ডিসেম্বর রাজ্যে দুদিনের সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের সফরে রাজ্যে এসে তিনি দাবি করেছিলেন, বিজেপি ২০০ আসন পেয়ে রাজ্যে সরকার গঠন করবে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার আসন সংখ্যা ২৯৪।
বহিরাগত বিতর্কের মধ্যেই অমিত শাহ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে দিল্লি থেকে কাউকে আসতে হবে না। তিনি আরও বলেছিলেন, বিজেপি জিতলে এখানকার কোনও ভূমিপুত্রই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন।
এরইমধ্যে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাজ্যে আসতে পারেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এ খবর জানা গেছে।
সবমিলিয়ে ভোটের আগে রাজ্যে রাজনৈতিক তৎপরতা জোরাল করছে বিজেপি। লোকসভা নির্বাচনে সাফল্যের পুণরাবৃত্তি ঘটিয়ে পশ্চিমবঙ্গে গৈরিক পতাকার দাপট দেখাতে উঠে পড়ে লেগেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতাদের মধ্যে বিভিন্ন আসনের দায়িত্বভাগ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় ভোটের আগে যে রাজ্যে প্রধানমন্ত্রী মোদি প্রচারে ঝড় তুলতে চান, তা আর বলার অপেক্ষা রাখে না।
জানুয়ারিতে রাজ্যে ফের আসছেন অমিত শাহ, প্রধানমন্ত্রী মোদি আসতে পারেন ফ্রেব্রুয়ারির শুরুতেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2020 04:30 PM (IST)
কয়েকদিন আগেই দুদিন রাজ্য সফরে এসে দুটি মেগা সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মেদিনীপুরে জনসভার পর বীরভূমের বোলপুরে ভিড়ে ঠাসা রোড শো করেছেন তিনি। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের পালে হাওয়া টানতে এভাবেই তৎপর হয়ে উঠেছে বিজেপি সহ রাজনৈতিক দলগুলি। এবার জানা গেল, আগামী জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -