পান্ডুয়া: ভুল বুঝিয়ে যোগদান সভায় নিয়ে এসেছে তৃণমূল। হুগলির পান্ডুয়ায় তৃণমূলে যোগ দিতে এসে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এক মহিলা। তৃণমূলের দাবি বিশেষ কোনও উদ্দেশ্য নিয়েই এই কাজ করেছেন মহিলা। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য ভুল বুঝিয়ে যোগদান সভায় নিয়ে আসা হয়েছে।


রবিবার পান্ডুয়া ফুটবল মাঠে যোগদান কর্মসূচিতে আয়োজন করে তৃণমূল। মঞ্চে বড় বড় করে লেখা ‘তৃণমূলে যোগদান’। বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেবেন অনেকে। এমনটাই কথা ঠিক ছিল। সেইমতো আয়োজনও ছিল পুরদস্তুর। কিন্তু হঠাত্‍ই বেঁকে বসলেন এই মহিলা। অভিযোগ করলেন, তাঁকে ভুল বুঝিয়ে সভায় আনা হয়েছে। শুধু তাই নয়, ওই মহিলার আরও অভিযোগ, দলে যোগ না দেওয়ায় তাঁকে পড়তে হয় শাসানির মুখে।

পান্ডুয়ার বাসিন্দা শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, রাখি শ্রমিকদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের যোগদান সভায় নিয়ে আসা হয়েছে। এরপরই সভাস্থলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাঁকে সভাস্থল থেকে নিয়ে যায় পুলিশ। শুধু তাই নয়, তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।

এই ছবি সামনে আসার পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পান্ডুয়া মণ্ডলের বিজেপি সভাপতি অশোক দত্ত বলেন, আমরা আগে থেকেই বলে আসছি তৃণমূল মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আজকে পান্ডুয়ায় মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোক জড়ো করেছে। তার প্রতিবাদ করেছেন এক মহিলা, তবে তিনি আমাদের দলের কর্মী নন। পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র বলেন, হয়ত মহিলা ভুল বুঝেছেন। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে একথা বলছেন।

পাখির চোখ বিধানসভা ভোটের দিকে। দল বদলের হিড়িক পড়েছে সব মহলেই। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফলের নিরিখে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে ৫০০-র কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ২১-এর বিধানসভা ভোটের আগে সেখানেই অস্বস্তি বাড়ল শাসকদলের।