রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:  তৃণমূলের মতোই পরামর্শদাতা নিয়োগ করেছে বিজেপি। কিন্তু সংস্থার নাম প্রকাশ্যে আনছে না তারা। জলপাইগুড়িতে দাবি করলেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র। যদিও, তৃণমূল নেতার এই দাবি মানতে নারাজ গেরুয়া শিবির।


লোকসভা ভোটে পর্যুদস্তু হওয়ার পরে, দলের পরামর্শদাতা হিসেবে স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল। লক্ষ্য, ২০২১-এর বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ানো। ভোটকুশলী পিকে-র সংস্থা আইপ্যাকের পরামর্শ মতো একের পর এক কর্মসূচি নিচ্ছে রাজ্যের শাসক দল। এনিয়ে বিরোধী দলগুলি সমালোচনা কম করেনি। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের মুখে বিজেপিও পরামর্শদাতা নিয়োগ করেছে বলে জলপাইগুড়িতে দাবি করলেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র।


তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র জানান, বিজেপি অনেকগুলো সংস্থার দ্বারস্থ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে আই এম এস, আই এমএ, তাদের প্রাক্তনীদের সাথেও যোগাযোগ করছে, এরা সবই লুকিয়ে করছে কাউকে সামনে আনতে চাইছে না। যদিও তৃণমূল নেতার তোলা এই দাবি, নস্যাৎ করে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। জলপাইগুড়ির বিজেপি সভাপতি অলোক চক্রবর্তী জানান, আমাদের কোনওদিন আইপ্যাকের মতো টিম আনতে হবে না কারণ। মানুষ আমাদের সঙ্গে আছে। আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক আছে ।


নির্বাচনী বৈতরণী পার হতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে পরামর্শদাতা নিয়োগ করেছে। তাতে কখনও সাফল্য এসেছে, কখনও এসেছে ব্যর্থতা। এবার বাংলায় হাইভোল্টেজ ভোটের মুখে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে পরামর্শদাতা নিয়ে শুরু হয়েছে তরজা।