মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলি নিয়ে বচসা। দুর্গাপুরের কাঁকসায় দলের পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইন-আইনের পথে চলবে বলে জানিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব ।


সবার জন্য স্বাস্থ্যসাথী! আসন্ন বিধানসভা ভোটে এটাই তৃণমূলের ট্রাম্প কার্ড! আগামী ভোটে এটাই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে আশা তৃণমূল নেতৃত্বের। কিন্তু, এই স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলিকে কেন্দ্র করে দুর্গাপুরের কাঁকসায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। দলের পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। এমনকী শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।


অভিযোগকারিণীর কথায়, “আমার কাছে কুপনগুলো ছিল, রাতে সেগুলো কয়েকজনকে দিচ্ছিলাম, সেই সময় কয়েকজন আসে, হুজ্জুতি করে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওদের দাবি, ঘর থেকে নয়, পার্টি অফিস থেকে কুপন দিতে হবে, কিন্তু, সরকারি কাজ কী করে পার্টি অফিস থেকে করব?’’


শুধু তাই নয়, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতেও অভিযুক্তরা চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। অভিযোগকারী তথা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, কাঁকসা জানান, কয়েকজন এসেছিল, আমার ঘরে এসেও হুজ্জুতি করে, আমি বাড়িতে ছিলাম না, দাবি করে পার্টি অফিস থেকে দিতে হবে।


স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলি নিয়ে তৃণমূলের অর্ন্তদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। অস্বস্তির মুখে, আইন আইনের পথে চলবে বলে জানিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবদাস বক্সী বলেন, আমাজে জানালে ব্যবস্থা নিতাম, পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে। কাঁকসা থানার পুলিশ সূত্রে দাবি, অভিযোগ পাওয়ার পর, এক জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হয়। বাকি অভিযুক্তরা পলাতক। কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।