রুমা পাল, কলকাতা : আগামী ২১ তারিখের মধ্যেই নির্দেশ কার্যকর করা হবে। জাতীয় নির্বাচন কমিশন গিয়ে এমনই জানিয়ে এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এমনই খবর সূত্রের। ৪ অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল কমিশন। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে ওই ৫ জনের বিরুদ্ধে FIR ও সাসপেনশনের নির্দেশ দিয়েছিল কমিশন। সেই ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়ে জবাবদিহি করতে মুখ্যসচিবকে ডেকে পাঠানো হয়েছিল এদিন। এ বিষয়ে রিপোর্টও তলব করে নির্বাচন কমিশন। 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মুখ্যসচিব নির্বাচন কমিশনে জানিয়েছেন, তিনি নির্দেশ কার্যকর করবেন। কমিশন জানতে চায়, কত সময়ের মধ্যে এই নির্দেশ পালন করা হবে ? তখন মুখ্যসচিব জানান, ২১ তারিখের মধ্যে। অর্থাৎ, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে ২১ তারিখের মধ্যে সেটাই কার্যকর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যসচিব।

কমিশন কী নির্দেশ দিয়েছিল ? ৫ জনের বিরুদ্ধে সাসপেনশনের পাশাপাশি এফআইআর রুজু করার নির্দেশ দেওয়া হয়েছিল। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে এদিন তলব করা হয় মুখ্যসচিবকে। সেখানে গিয়ে তাঁকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেন কমিশনের নির্দেশ কার্যকর করা হয়নি। প্রায় দুই ঘণ্টা পর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত পাওয়া খবরে, মুখ্যসচিব নির্বাচন কমিশনকে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ৮ দিনের মধ্যে অর্থাৎ ২১ তারিখের মধ্যে নির্দেশ কার্যকর করা হবে। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের কাছে এই ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল প্রমাণ রয়েছে। তাই কমিশন রাজ্যকে চিঠি লিখে জানিয়েছিল, এদের সাসপেনশনের পাশাপাশি এফআইআর রুজু করতে হবে। ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কমিশনের কাছে প্রমাণ রয়েছে। 

প্রেক্ষাপট...

ভোটার তালিকা (Voter List) নিয়ে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় জাতীয় রাজনীতি। SIR ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এনিয়ে বারবার উত্তাল হচ্ছে বাদল অধিবেশন। বিরোধী সাংসদরা জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন রাজধানীর বুকে। এই আবহে ভোটার তালিকায় গরমিলের অভিযোগকে কেন্দ্র করে মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি চিঠি পৌঁছায় রাজ্যের মুখ্যসচিবের কাছে। সেই চিঠি অনুযায়ী, দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-কে সাসপেন্ড করতে মুখ্য়সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই চার জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের কথাও বলা হয়। এক ডেটা এন্ট্রি অপারেটরও রয়েছেন তালিকায়। কিন্তু, কমিশনের নির্দেশমতো এই ৫ জনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার।