উত্তর ২৪ পরগনা: রাজ্যে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাও আক্রান্তদের তালিকার শীর্ষে রয়েছে। এই করোনাজনিত পরিস্থিতির জেরে উত্তর ২৪ পরগনার বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। গতকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না।এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতিমধ্যেই মাইকে করে প্রচার শুরু করেছে কর্তৃপক্ষ।
অর্থাৎ, করোনার দ্বিতীয় ঢেউ-এর মোকাবিলায় ফিরে এল প্রথমবারের নিয়ন্ত্রণ। সংক্রমণ মোকাবিলায়, বরানগরে মঙ্গলবার থেকে শুরু হল আংশিক লকডাউন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে কলকাতার পরই, রাজ্যে দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের, সোমবারের বুলেটিন অনুযায়ী, একদিনে, এই জেলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৪২৫। মৃত্যু হয়েছে ১১ জনের। জেলায় মোট সংক্রমণ দেড় লক্ষ পেরিয়ে এবার দুই লক্ষের পথে। মৃত্যু মিছিলও আড়াই হাজার পেরিয়ে গেছে।
এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে সোমবার রাতে, বৈঠকে বসে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা, বরানগর পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বরানগরে বাজার ও সংলগ্ন এলাকায় আংশিক নিয়ন্ত্রণ চলবে। এদিন বরানগরের একাধিক বাজারে প্রচার করে পুলিশ ও পুরসভার কর্মীরা। প্রচারের মাঝেও দেখা যায় অসচেতনতার ছবি।বাজারে হাতে-হাতে টাকা-পয়সার লেনদেন। গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা। বাজারে অনেকেরই মুখে নেই মাস্ক..কারও আবার থুতনিতে। কাউকে পাকড়াও করে পুলিশ... কাউকে আবার মাস্ক দেওয়া হয়।
উল্লেখ্য, দৈনিক সংক্রমণ থেকে দৈনিক মৃত্যু।করোনায় ভয়ঙ্কর রেকর্ড গড়ে চলেছে ভারত।বাংলাতেও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড ৬৮ জনের প্রাণ কেড়েছে করোনা। একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৯২!