WB Corona LIVE: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন।
Get Latest West Bengal Coronavirus Live Updates: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন। ১৪৩ জন কমে রবিবার রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৩১ হাজার ৮০৫ জন। আর এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৭.২০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। এই সময়পর্বে আগের সব রেকর্ড ভেঙে ১৪৭ জন রাজ্যবাসীকে হারালাম আমরা।
‘প্রথম ডোজের ৮৪ দিনের আগে কোউইনে নাম নথিভুক্ত হবে না’, কোভিশিল্ডের ডোজ-ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তের পর কেন্দ্রের নির্দেশিকা। যদিও বলা হয়েছে, ইতিমধ্যেই নাম নথিভুক্ত হলে দ্বিতীয় ডোজ বাতিল নয়। সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হবে ৮৪ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য। গ্রহীতা রাজি না হলে দিতে হবে দ্বিতীয় ডোজ। রাজ্যগুলিকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের।
রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই তৃণমূলের বিজয় উৎসব। জগৎবল্লভপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ঘটনা। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞার পরেও তৃণমূলের বিজয় উৎসব। ব্যান্ড-ডিজে বাজিয়ে মিছিল, শিকেয় করোনা বিধি। কেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, প্রশ্ন বিজেপির।
করোনা যুদ্ধে ৩০ জন করোনা যোদ্ধা সামিল হচ্ছেন কলকাতার সরকারি হাসপাতালে। মুর্শিদাবাদ থেকে তিরিশ জন করোনা যোদ্ধা দুপুরে রওনা দেন। লকডাউন থাকায়, জেলা প্রশাসন তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে। এর আগে জেলা পুলিস সুপারের অফিসে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা শাসক জানিয়েছেন, এঁরা কলকাতার বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের ওয়ার্ডে চিকিৎসায় সহযোগিতা করবেন।
করোনা আক্রান্ত বাবা হাসপাতালে ভর্তি, বাড়িতে ‘আত্মঘাতী’ ছেলে।‘হাসপাতালের বিলের টাকা জোগাড় করতে না পেরে আত্মঘাতী’,এমনই অনুমান যুবকের মা ও প্রতিবেশীদের।দুর্গাপুরের হাসপাতালে বাবার চিকিত্সার বিল ৩ লাখ ছাড়িয়েছে। এই নিয়ে কয়েকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন ওই যুবক।
কলকাতা মেডিক্যালের সার্জারি বিভাগে এইচডিইউতে করোনার থাবা।অস্ত্রোপচারের পর এইচডিইউতে থাকা ৮ রোগী করোনা আক্রান্ত। বিভিন্ন অস্ত্রোপচারের জন্য তাঁরা হাসপাতালে ভর্তি হন। এক রোগীর থেকে সংক্রমিত হন এইচডিইউতে থাকা ৭ জন সংক্রমিত হন। আক্রান্ত ৮ জনের মধ্যে ২ রোগীর মৃত্যু।বিষয়টি জানার পর আক্রান্তদের কোভিড ওয়ার্ডে পাঠানো হয়েছে। রোগী ভর্তি বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়েছে এইচডিইউ। জানানো হয়েছে হাসপাতালের তরফে
রাজ্যে কড়া করোনা বিধি। পুলিশি অভিযানে কলকাতা থেকে গ্রেফতার ২৩ জন। গ্রেফতার হওয়া ২৩ জনের বিরুদ্ধে মহামারী আইনে পদক্ষেপ। দুপুর ১২টা পর্যন্ত ৫৯টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিধি অমান্য করে কারণ ছাড়াই গাড়ি নিয়ে বেরোনোর অভিযোগ।
নদিয়ার শান্তিপুরে পুলিশি কড়াকড়ি। পুলিশের গাড়ি দেখতে পেয়ে বেগতিক বুঝে দুই ব্যক্তি ভাগীরথীর জলে ঝাঁপ দেন। শান্তিপুর পুরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশের কথাতেই ওই দুই ব্যক্তি জল থেকে পাড়ে ওঠেন।
সরকারি লকডাউনকে মান্যতা। নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে আবাসিক ও দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, মন্দিরে নিত্যপুজো চলবে। একমাত্র পূজারী প্রবেশ করতে পারবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। দর্শনার্থীরা ইসকনের মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
সকাল ১০টার পরেও চলছিল দোকান। পুরুলিয়া শহরে বড় হাটে দোকান বন্ধ করল পুলিশ। কর্মচারী ও দোকানের মালিককে ডনবৈঠক দেওয়াল পুলিশ। দশটি করে ডনবৈঠক দেওয়াল পুলিশ। পরে বাজারে খোলা মাংসের দোকানও বন্ধ করাল পুলিশ।
এবার থেকে করোনা আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে করা হবে সত্কার। আগেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ থেকে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়া হল সুতির ব্যাগ। জোগান কম থাকায় আজ সবকটি হাসপাতালকে এই ব্যাগ দেওয়া সম্ভব হয়নি। পরে ধাপে ধাপে জোগান ও সুতির ব্যাগের ব্যবহার বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। এতদিন করোনা আক্রান্তের দেহ প্লাস্টিকে মুড়ে সত্কার করা হত। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল চুল্লির ফার্নেস। মাঝেমাঝেই বিকল হচ্ছে চুল্লি। বন্ধ হচ্ছে সত্কার। এছাড়া, করোনা আক্রান্তের দেহ সমাধিস্থ করার ক্ষেত্রে প্লাস্টিক মাটিতে মিশে যাওয়ায় দূষিত হচ্ছিল পরিবেশ।
এবার থেকে করোনা আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে করা হবে সত্কার। আগেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ থেকে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়া হল সুতির ব্যাগ। জোগান কম থাকায় আজ সবকটি হাসপাতালকে এই ব্যাগ দেওয়া সম্ভব হয়নি। পরে ধাপে ধাপে জোগান ও সুতির ব্যাগের ব্যবহার বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। এতদিন করোনা আক্রান্তের দেহ প্লাস্টিকে মুড়ে সত্কার করা হত। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল চুল্লির ফার্নেস। মাঝেমাঝেই বিকল হচ্ছে চুল্লি। বন্ধ হচ্ছে সত্কার। এছাড়া, করোনা আক্রান্তের দেহ সমাধিস্থ করার ক্ষেত্রে প্লাস্টিক মাটিতে মিশে যাওয়ায় দূষিত হচ্ছিল পরিবেশ।
কলকাতার উত্তর থেকে দক্ষিণ। সকাল থেকে কার্যত লকডাউনের ছবি শহরের বিভিন্ন অংশে। মানিকতলা-হাজরায় পুলিশি কড়াকড়ির ছবি। লেক মার্কেট, গড়িয়াহাট, পাটুলিতেও একই ছবি। শ্যামবাজার, মুচিবাজারে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। সকাল দশটার পরেও বিভিন্ন এলাকায় বাজার চলেছে। খবর পেয়ে পুলিশ পৌঁছে বাজার বন্ধ করে।
আসানসোলের মহিশীলা কলোনিতে পুলিশের অভিযান। নির্দিষ্ট সময়ের পরেও সব্জি বাজার খোলা থাকায় লাঠিচার্জ করে পুলিশ। সরিয়ে দেওয়া হয় অস্থায়ী ছাউনি। রানিগঞ্জেও একই ছবি। লাঠি উঁচিয়ে দোকান বন্ধ করায় পুলিশ। টোটো ও অটো চালকদের সতর্ক করা হয়।
অ্যাম্বুল্যান্সে অক্সিজেন মজুত করার অভিযোগ। পূর্ব বর্ধমানের কালনা থেকে ৩ অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, কালনা মহকুমা হাসপাতালের সামনে স্ট্যান্ডে অ্যাম্বুল্যান্স দাঁড় করিয়ে রোগীর পরিজনেদের অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দেওয়ার টোপ দিতেন তিন অ্যাম্বুল্যান্স চালক।
বিটি রোড জুড়ে পুলিশি নজরদারি। কামারহাটিতে নাকা চেকিং। টিটাগড়ে ধরা পড়ল পুলিশের স্টিকার লাগানো গাড়ি। মালিককে আটক করেছে পুলিশ।
বারাসাত চাঁপাডালি মোড়ে পুলিশি তত্পরতা। পুলিশ আটকালে আন্দামান-ফেরত কাকাকে বিমানবন্দর থেকে আনতে যাচ্ছেন বলে জানান গাড়ি চালক। প্রমাণ হিসেবে মোবাইলে এয়ার টিকিটের ছবি ছাড়া অন্য কোনও নথি দেখাতে পারবেন না বলে তিনি পুলিশকে জানান।
সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রীরামপুরের কালীতলায় খোলা রয়েছে জিম। সামনের দরজা বন্ধ রেখে পিছনের দরজা দিয়ে লোকজন যাওয়া আসা করছে। আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে আজ সকালে বন্ধ করে জিম। ২ কর্মীকে আটক করা হয়েছে। জিম মালিককে ডেকে পাঠানো হয়েছে থানায়।
মুচিবাজার থেকে লেক মার্কেট। এদিন মাইকিং করে মুচিবাজারে বাজার বন্ধ করে পুলিশ। অন্যদিকে নিয়ম মেনে সকাল দশটায় বন্ধ হয় লেক মার্কেট।
শ্রীরামপুরের বটতলা মোড়ে পুলিশি তত্পরতা। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় অটো, টোটো চালকদের হুঁশিয়ারি পুলিশের। কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। অন্যদিকে, শুনশান চুঁচুড়া ফেরিঘাট, বাস স্ট্যান্ড এলাকা।
দুর্গাপুরের বেনাচিতি বাজার ও স্টেশন বাজারে ভিড় রয়েছে। উধাও দূরত্ব বিধি। মাস্ক ছাড়াই অনেককে দেখা যায়। ব্যবসায়ী সমিতি জানিয়েছে, তাদের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে।
করোনা ঠেকাতে কড়াকড়ি রাজ্যে। এরই মধ্যে যাত্রীকে হাসপাতালে পৌঁছনোর পথে শহর দেখাতে বন্ধুকে নিয়ে বেরিয়েছেন ট্যাক্সি চালক। মুখে নেই মাস্ক। দেখা মাত্র ধরলেন পুলিশ কর্মীরা।
অন্য রবিবারের তুলনায় আজ অনেকটাই ফাঁকা মানিকতলা বাজার। মাইকে সতর্কতামূলক প্রচার করছেন সিভিক ভলান্টিয়াররা।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে করোনা আক্রান্ত ব্যক্তির দেহ সত্কার ঘিরে টানাপোড়েনের অভিযোগ উঠল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে সত্কার হয়। স্থানীয় সূত্রে খবর, গতকাল বাড়িতেই মৃত্যু হয় করোনা আক্রান্ত কাশীনাথ দলুইয়ের। মৃতের পরিবারের অভিযোগ, এরপর দেহ সত্কার নিয়ে শুরু হয় টানাপোড়েন। প্রথমে দেহ ঘাটালের বেলপুকুর শ্মশানে নিয়ে যাওয়া হলে আপত্তি জানান স্থানীয়রা। এরপর গোবিন্দপুর এলাকার একটি শ্মশানেও দেহ সত্কারে বাধা দেওয়া হয়। দিশাহারা হয়ে পড়ে করোনায় মৃত ব্যক্তির নাবালক ছেলে-সহ গোটা পরিবার। মৃত্যুর ঘণ্টাপাঁচেক পর পুলিশের হস্তক্ষেপে শিলাবতী নদীর ধারে একটি শ্মশানে দেহ সত্কার করা হয়।
করোনা আতঙ্কে বাজার ফাঁকা, জানিয়েছেন গড়িয়া বাজারের বিক্রেতারা। অন্যদিকে, করোনা মোকাবিলায় কার্যত লকডাউন জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা।
গড়িয়ার পাটুলিতে পুলিশের নজরদারি। রাস্তার ৯০ শতাংশ জুড়ে বসানো হয়েছে ব্যারিকেড। গাড়ি চালকদের কাছে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা। জবাবে সন্তুষ্ট না হলে ফেরত পাঠানো হচ্ছে। বাইক চালকদের ক্ষেত্রে গলায় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।
করোনা মোকাবিলায় কড়া বিধি জারি রাজ্য সরকারের। স্বাগত জানিয়েছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। কার্যত লকডাউনে বাজার-হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা অবধি। কিন্তু, সময় সাপেক্ষে শাড়ি, মিষ্টি ও গয়নার দোকান খোলায় ছাড় দিয়েছে সরকার।যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে
করোনা মোকাবিলায় আজ থেকে ১৫ দিন কড়াকড়ি রাজ্যে। স্থগিত হয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মুখ্যসচিব জানিয়েছেন, জুন মাসে হচ্ছে না এই দুই পরীক্ষা। পরীক্ষার ভবিষ্যত কী, তা কিছু দিনের মধ্যে জানিয়ে দেবে সরকার।
প্রেক্ষাপট
করোনা সংক্রমিত হয়ে রেকর্ড মৃত্যু রাজ্যে। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১৩৬। শনিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯, ৫১১ জন। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯,২১১ জন। সুস্থতার হার ৮৬. ৯৮ শতাংশ। উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত ৪২৭৯ জন। মৃত ৩৫ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৩৯৫১ জন, মৃত ৩০ জন।
শুক্রবারের হিসেব বলছে, করোনা আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ৮৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে দশ লক্ষেরও বেশি মানুষ। সরকারি হিসেবে সংখ্য়াটা ১০,৭৩,৯৫৬ জন। পাশাপাশি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে টানা বেশ কয়েক দিন করোনায় শতাধিক মানুষেক মৃত্যু হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -