কলকাতা : করোনা রুখতে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে গণ পরিবহনের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের তরফে। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। আগামীকাল থেকেই সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রাজ্যেও দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত ১৭ হাজার ৬৩৯ জন। কাজেই উদ্বেগ বাড়ছে।


এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পর কোভিড মোকাবিলায় কিছু পদক্ষেপ নেবেন তা প্রত্যাশিতই ছিল। সেইমতো আজ একাধিক ঘোষণা করেন মমতা। সংক্রমণ বাড়ার অন্যতম কারণ অবশ্যই গণ পরিবহণ ব্যবস্থা। কারণ, ভিড়ে ঠাসাঠাসি করে যাতায়াতের ফলে সংক্রমণ বাড়ছে, একথা বলাইবাহুল্য। সেদিকে নজর রেখেই পরিবহণ ব্যবস্থায় রাশ টানার জন্য কয়েকটি ঘোষণা করলেন মমতা। সেই তালিকায় রয়েছে...



  • রাজ্যে আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ

  • সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো

  • বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট


তবে এই ঘোষণার জেরে তাঁরা সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা । হাওড়া ও শিয়ালদা হয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের কেউ কেউ আমাদের প্রতিনিধিদের জানিয়েছেন, আমাদের খুব ক্ষতি হবে। ভোগান্তি হবে। চাকরি বাঁচাতে ১০০-১৫০ টাকা ভাড়া দিয়ে গতবারের মতোই বাসে যাতায়াত করতে হবে। 


কেউ বলেছেন, কাজের জন্য ট্রেনে যাতায়াত করি। অফিস খোলা। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে ট্রেন বন্ধ হয়ে গেলে কী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


এদিকে সম্প্রতি পূর্ব রেল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন ওই শাখার অন্তত ১২০০ জন কর্মী। তার মধ্যে শিয়ালদা ডিভিশনেই সংক্রমিত ৭৫০ জন রেলকর্মী। এর জেরে শিয়ালদা সেকশনে গত শনিবার বাতিল করা হয় ৫৪ জোড়া লোকাল ট্রেন। 


রেল সূত্রে আরও খবর, শিয়ালদা ডিভিশনে প্রতিদিন চলে ৯২০ টি লোকাল ট্রেন। হাওড়ায় ডিভিশনে চলে ৪৮০ টি। করোনার আবহে বেশি কিছুদিন ধরেই দুই ডিভিশনে যাত্রীসংখ্যা কমেছে। যাত্রী কমেছে দূরপাল্লার ট্রেনেও।