কলকাতা : গত বেশ কয়েকদিনের মতোই একই অবস্থা রাজ্যের করোনা (Corona Virus) চিত্রের। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) মঙ্গলবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৫ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল যে সংখ্যা নেমে গিয়েছিল পাঁচশোর ঘরে। সোমবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৫১১ জন। মৃত্যু হয়েছিল ১১ জনের। সেখান থেকে একধাক্কায় দুশোর মতো বাড়ল দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)।
অবশ্য গত একদিনের মধ্যে বেশ কিছুটা বেড়েছে করোনা পরীক্ষার (Corona Test) সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৬০৩ টি। আর সোমবারের রিপোর্ট অনুযায়ী, তার আগের ২৪ গণ্টায় রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ২৬৯ টি। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ১.৯৩ শতাংশ।
পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে দৈনিক মৃত্যুতে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আর দৈনিক সংক্রমণে কলকাতা। গত একদিনে কলকাতায় সংক্রমিত হয়েছেন ১৯২ জন। ২ জনের মৃত্যু। এই সময়পর্বে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১৩৭ জন। মৃত্যু ৪ জনের। এই দুই জেলার করোনা চিত্রই আপাতত সবথেকে বেশি মাথাব্যথার কারণ রাজ্য প্রশাসনের।
আরও পড়ুন- ওমিক্রন আতঙ্ক, রাজ্যজুড়ে বাড়ছে রাত্রিকালীন বিধিনিষেধের মেয়াদ, কড়াকড়ি
এদিকে, করোনা (Corona) আক্রান্ত হয়েছেন গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের (Gokhale Memorial Girls College) এক ছাত্রী। জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আর যার জেরে আরও একাধিক ছাত্রীর কোভিড সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। আর যে খবর সামনে আসার পরই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতির জেরে বাধ্য হয়ে একাধিক বিভাগের ছাত্রীকে কলেজে আসতে মানা করা হয়েছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত আগামী এক সপ্তাহ বেশ কয়েকটি বিভাগের ক্লাস বন্ধ থাকবে। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।