কলকাতা:  সারা দেশের মতো রাজ্যেও বেলাগাম করোনা সংক্রমণ। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এখন প্রায় ২০ হাজারের কাছে ঘোরাফেরা করছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ফলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। সেইসঙ্গে নিরাপদ জায়গায় করোনা আক্রান্তদের রাখার ব্যবস্থা করা না গেলে চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও রয়েছে। এ হেন  করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার তৈরি হবে সেফ হোম।  এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  সেই সিদ্ধান্ত মতো সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।  


সেই চিঠিতে স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করতে বলা হয়েছে।  এরপর সেই রিপোর্ট সরকারের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। করোনা পরিস্থিতির জেরে এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি  স্কুলে পঠনপাঠন শুরুর কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এই অবস্থায় স্কুলগুলিকে সেফ হোম হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 


উল্লেখ্য, কার্যত  লকডাউনের কড়াকড়ির মধ্যেই রাজ্যে একদিনে করোনায় মৃত্যু দেড়শো ছুঁইছুঁই। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে। ওই একই সময়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের উপরে মানুষ। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১৯,০০১ জন। ১৭ মে রাজ্যে কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩১,৫৬০। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯,১০১ জন। সেই সঙ্গে সবমিলিয়ে মোট করোনামুক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,০৭,৪৪২। ১৭ মে-তে  সুস্থতার হার ৪৭.৪২ শতাংশ। যদিও গতকাল সুস্থতার হার ছিল ৮৭.২০ শতাংশ। পাশাপাশি হিসেব বলছে, এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৩,৪৩১ জন। 
এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গত কয়েকদিনে ক্রমাগত বেড়েছে মৃতের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, শুক্রবার রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬, শনিবার তা বেড়ে হয়েছিল ১৪৪। রবিবার সংখ্যাটা আরও বেড়ে  ১৪৭ জন রাজ্যবাসীকে হারিয়েছে বাংলা। 
উল্লেখ্য, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগণা। রয়েছে কলকাতাও। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ।  কলকাতা, উত্তর ২৪ পরগণা মিলিয়ে একদিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে। শুধু উত্তর ২৪ পরগণাতেই একদিনে সংক্রমিত ৪ হাজার ২২০। মৃত ৩৭ জন। কলকাতায় গত একদিনে ৩ হাজার ৮৯৯জন করোনা আক্রান্ত হয়েছেন। এখানেও মত্যু হয়েছে ৩৭ জনের।