কলকাতা: রাজ্যে করোনায় (Coronavirus) চিন্তা অব্যাহত। ফের রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণের (New Cases) সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। বৃহস্পতিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৮৬০। মৃত্যু হয়েছিল ১৪ জনের। 


গোটা রাজ্যে এখনও দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata)। একদিনে  মহানগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় (North 24 Paraganas) গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৫৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৩ জন।


অন্যদিকে দেশে করোনায় কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৯১৯। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭০।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৬৫ হাজার ৮২ জনের। দেশে এখনও মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৮৯ হাজার ৬২৩। 


আরও পড়ুন: Mystery Death: মালদার চাঁচলে শোবার ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ


সম্প্রতি রাজ্যে ৪৯টি পিএসএ প্ল্যান্ট (PSA Plant) দ্রুত চালু করতে নির্দেশ জারি করে স্বাস্থ্য দফতর (WB Department Of health)। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ওয়াই আর রাওয়ের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical college and Hospital) পিএসএ নির্মাণ সম্পূর্ণ ও পরিকাঠামো তৈরি আছে, সেখানে জরুরি ভিত্তিতে দ্রুত তা চালু করতে হবে।


পিএসএ প্ল্যান্টগুলির রক্ষণাবেক্ষণ ও তা চালু রাখতে ভারপ্রাপ্ত সংস্থাগুলিকে প্রাথমিকভাবে তিনমাসের জন্য জরুরি ভিত্তিতে নিয়োগের পরামর্শও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতা সহ গোটা রাজ্যে জুড়েই ফের বাড়ছে করোনা সংক্রমণ। তার প্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতর।