অর্ণব মুখোপাধ্যায়,কলকাতা: আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী নিয়ে তরজার মধ্যেই এবার চোখের আলো প্রকল্পকে নিশানা বিজেপির। কেন্দ্রের প্রকল্পই বেনামে রাজ্যে সরকার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জয়প্রকাশ মজুমদার। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।


শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘‘চোখের আলো প্রকল্পেও কাটমানি আছে, চশমা বিলি থেকেও ভাইপো অ্যান্ড কোম্পানির কমিশন আছে৷’’ রবিবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে রাজ্য সরকারের ‘চোখের আলো’ প্রকল্প নিয়ে শুভেন্দু অধিকারীর গলায় ছিল ভাইপো-কটাক্ষ। সোমবার ফের এই প্রকল্প নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করল বিজেপি।


এদিন চেতলার মেয়রস ক্লিনিকে ‘চোখের আলো’ প্রকল্পের উদ্বোধন করেন ফিরহাদ হাকিম। চক্ষু পরীক্ষা শিবিরে অনেককে চশমা পরিয়ে দেন তিনি।  সারা দেশে অন্ধত্ব দূরীকরণের জন্য দীর্ঘদিন ধরেই ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট নামে একটি প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের। কেন্দ্রের সেই প্রকল্পই বেনামে রাজ্য সরকার চালাচ্ছে বলে অভিযোগ করেছ বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।


রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, ‘‘অন্ধত্ব দূরীকরণের জন্য কেন্দ্রের প্রকল্প রয়েছে। সারা দেশে এটা চলছে। এখানে এরা সেটাই বেনামে করার চেষ্টা করছে ৷’’ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পাল্টা বলেছেন, ‘‘আমাদের কন্যাশ্রী তো ওরা কপি করেছে। তাতে কি হয়েছে। মানুষের তো উপকার হচ্ছে। ওরা সব কিছুতেই এসব বলে।’’


চোখের চিকিৎসা ও অন্ধত্ব দূর করতে গত ৫ জানুয়ারি চোখের আলো প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে ৫ বছরে ২০ লক্ষ বয়স্ক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে। এমনকী, প্রয়োজন অনুসারে বিনামূল্যে চশমাও দেবে সরকার। এর আগে কেন্দ্রের আয়ুষ্মান ভারত ও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি। বিধানসভা ভোটে মুখে এবার ‘চোখের আলো’ প্রকল্প নিয়েও বাগযুদ্ধ দু দলের মধ্যে।