কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এবার শুধু রুটমার্চ নয়। ভোটারদের ভীতি কাটাতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করল কেন্দ্রীয়বাহিনী ও জেলাপুলিশের আধিকারিকরা।
পূর্ব বর্ধমানের খন্ডঘোষের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয়বাহিনীর রুটমার্চ। সঙ্গে ছিল রাজ্য পুলিশও। সেই রুটমার্চ থেকেই গ্রামবাসীদের মনোবল বাড়াতে কেন্দ্রীয়বাহিনী ও জেলাপুলিশের আধিকারিকদের দেখা গেল গ্রামবাসীদের আশ্বস্ত করতে।
গ্রামবাসীদের বলেন সামনে ভোট আসছে,কেউ চাপ দিচ্ছে কি না? কোনও অসুবিধা হচ্ছে কি না? অসুবিধা হলে সরাসরি থানায় জানানোর কথাও বলেন পুলিশ আধিকারিকরা।
গত শনিবারই পূর্ব বর্ধমানে এসে পৌঁছায় এক কোম্পানি কেন্দ্রীয়বাহিনী। রবিবার থেকেই তারা শুরু করে রুটমার্চ। শুধু গ্রামে পুরুষদের সঙ্গে নয়, মহিলাদের সঙ্গেও কথা বলেন। তাঁদেরও কেউ চাপ বা ভয় দেখাচ্ছে কি না জিজ্ঞাসা করেন পুলিশ।
সোমবার খন্ডঘোষ থানার খন্ডঘোষ ও লোধনা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারি আমিনুল ইসলাম খানের নেতৃত্বে হয় এই রুটমার্চ। রুটমার্চ গ্রামে পৌছাতেই গ্রামের মহিলা ও পুরুষ ভোটারদের আশ্বস্ত করতে দেখা যায় পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয়বাহিনীকে।
নির্বাচনী নির্ঘন্ট এখনও ঘোষণা না হলেও তার আগে কেন্দ্রীয়বাহিনীর এই রুটমার্চ গ্রামবাসীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান। পাশাপশি গ্রামবাসীরাও বলেন এটাই ভালো।