হুগলি: আপনার কথা শোনার জন্য কেউ থাকবে না। তাই মাঠে এখনই নামুন। বুধবার হুগলির সাহাগঞ্জ থেকে তৃণমূলে যোগ দিয়ে এই আহ্বান শোনা গেল পরিচালক রাজ চক্রবর্তীর গলায়। শুধু তাই সভা থেকে তিনি বলেন, সময় পেরিয়ে গেলে নিজের কথা আর মুখ ফুটে বলতে পারবেন না। তাই ঘর থেকে বেরিয়ে আসার এটাই সঠিক সময়।
এদিন হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভা থেকে তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী। এই যোগদান করার তালিকায় ছিলেন, ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ জুন মাল্য, মানালি দে,কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়ের মতো সিনেমা জগতের সঙ্গে যুক্তরা। জোড়াফুল শিবিরে সামিল হলেন অভিনেত্রী সায়নী ঘোষ।
এদিন রাজ চক্রবর্তীর হাতে পতাকা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে যোগ দিয়ে রাজের আহ্বান, “রাজ্যর মুখ্যমন্ত্রী যেন আবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় হন সেই কারণেই এখানে আসা আপনাদের। আমিও সেই কারণেই এখানে এসেছি। ২০১৪, ২০১৬ সালে দিদির হয়ে প্রচারে গিয়েছি। কিন্তু সেটা দিদির জন্য করেছি। এখন মাঠে নেম তৃণমূলে নাম লিখিয়ে এবার দলের হয়ে প্রচারে নামব।“
তিনি বলেন, “যারা এখনও হোয়াটসঅ্যাপে ফেসবুকে রাজনীতি করছেন, ঘরে বসে ভাবছেন কী করা উচিত তাদের বলব নেমে আসুন, বেরিয়ে আসুন। আজ যদি না বলেন, তাহলে আর কোনওদিন মুখ ফুটে বলতে পারবেন না যে আপনি কী চান। আজ মাঠে না নামলে দেখবেন এই রাজ্য এই দেশ একপেশে হয়ে গিয়েছে। তখন আর আপনার কথা শোনার জন্য কেউ থাকবে না। সেই স্বার্থেই আমি বেরিয়ে এসেছি।“
উল্লেখ্য, বরাবরই তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত পরিচালক রাজ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, পদযাত্রা থেকে একাধিক কর্মসূচিতে গত কয়েকবছরে দেখা গিয়েছে তাঁকে। ২০১৪, ২০১৬ সালে নির্বাচনী প্রচারে তৃণমূল সরকারের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার পাকাপাকিভাবে তৃণমূল শিবিরে নাম লেখালেন তিনি।