সুনীত হালদার, হাওড়া: ভোটের মুখে জনসংযোগে নাচে-গানে মেতে উঠেছেন রাজনীতিকরা। হাওড়ার বাগনানে গণবিবাহের অনুষ্ঠানে গান গাইলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। উত্তর ২৪ পরগনার অশোকনগরে মতুয়াদের তালে নাচে মাতলেন তৃণমূল বিধায়ক। শাসক-বিরোধীর নাচ-গান নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


ভোট বড় বালাই! তাই জনতা জনার্দনের মন জয় করতে বাদ যাচ্ছে না কিছুই ! রবিবার হাওড়ার বাগনানের রথতলায় একটি গণবিবাহের অনুষ্ঠানে যান রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই মাইক হাতে গান গাইতে শুরু করেন তিনি। চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, তাদের অনুকরণ করছে বিজেপি।  


বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন জানান, ‘‘বিজেপি অনুকরণ করছে, এতে লাভ হবে , মানুষ ঠিক করে নিয়েছে, মু‍খ্যমন্ত্রীর প্রকল্পকে নিজেদের নামে চালায়, এভাবে মমতা হওয়া যায় না, ভোটের মুখে রাজনীতি ৷’’ পাল্টা বিজেপির হাওড়া গ্রামীন সভাপতি প্রত্যুষ মণ্ডল জানান, ‘‘তৃণমূলরা বিজেপি আতঙ্কে ভুগছে, এটা আমাদের সৌভাগ্য যে উনি এসেছিলেন, এর মধ্যে রাজনীতি নেই, অনুকরণ নেই ৷’’


হাওড়ায় বিজেপির শীর্ষ নেতা যখন গানে মশগুল, তখন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মতুয়াদের অনুষ্ঠানে নাচের তালে মাতলেন তৃণমূল বিধায়ক। রবিবার অশোকনগরের কল্যাণগড়ের আশ্রাফাবাদে মতুয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ধীমান রায়। সেখানেই মতুয়াদের তালে দুহাত তুলে নাচতে দেখা যায় তৃণমূল বিধায়ককে।


ভিডিও প্রকাশ্যে আসতেই মূহুর্তে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই মতুয়া ভোট টানতে মরিয়া হয়ে এসব করছে তৃণমূল।  অশোক বিধানসভার বিজেপি আহ্বায়ক স্বপন দে বলেন, ‘‘১১ তারিখ অমিত শাহ আসছে তার আগে চমক দেওয়ার চেষ্টা, মতুয়ারা বিজেপির সঙ্গেই আছে ৷’’


অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, মতুয়াদের সঙ্গে অনেকদিন ধরে আছি, মমতার সঙ্গে বড়মার খুব ভালো সম্পর্ক ছিল, নাড্ডা কি বললেন যায় আসে না, মতুয়ারা আমাদের সঙ্গে আছে ৷ কখনও মতুয়া, আদিবাসী বা কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ, কখনও আবার জনসংযোগের হাতিয়ার গণবিবাহের আসর। ভোটের মুখে জনগণের দরবারে পয়েন্ট বাড়াতে মরিয়া শাসক-বিরোধী দুপক্ষই।