ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ‘দুষ্কৃতী’ মন্তব্যে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ, মঙ্গলবার আলিপুর জজ আদালতে ১০ কোটি টাকার দেওয়ানি মামলা দায়ের করেন তিনি। কাল আলিপুর পুলিশ আদালতে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা দায়ের করবেন কুণাল ঘোষ।
শোভন চট্টোপাধ্যায় বনাম কুণাল ঘোষ। বাগযুদ্ধ গড়াল আদালতে। কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। গত ১২ জানুয়ারি চিটফান্ড সংস্থা আইকোরের প্রসঙ্গ টেনে শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছিলেন, “শোভন মেয়রের চেয়ারে বসে টাকা নিয়েছেন। সারদায় আছে। নারদে আছে। এটায় আছে, ওটায় আছে। ওকে গ্রেফতার করতে হবে।“
ওই দিনই তার জবাব দিতে গিয়ে কুণাল ঘোষকে ‘কুখ্যাত দুষ্কৃতী’ বলে মন্তব্য করেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আইকোর নিয়ে মিথ্যে কথা বলছেন। ওঁ নিজে প্রোমোটার। ওঁ যেভাবে নেতৃত্বকে ফাঁসিয়েছে, দলকে বিতর্কিত করেছেন। কুণালের মতো নটোরিয়াস কালপ্রিটকে ঘেন্না করি। কোন চিটফান্ডের সঙ্গে ১০০ কিমির মধ্যে আমার কোনও সম্পর্ক নেই।“
দুই রাজনীতিকের ব্যক্তিগত আক্রমণের জল গড়াল আদালতে। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্যে তৃণমূল এই অভিযোগে মঙ্গলবার আলিপুর জজ কোর্টে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন কুণাল ঘোষ।
কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, "শোভন একটি সাংবাদিক সম্মেলনে কুণালের সম্পর্কে কিছু শব্দ ব্যবহার করেছেন। তা সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। তাতে অপমানজনক। নোটিস জারি করে ওই শব্দ প্রত্যাহার করতে বলি। কিন্তু উনি তা করেননি। তার ভিত্তিতে মামলা হল। ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।"