কলকাতা: আজ রাজ্য সহ তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। কোভিড বিধি মেনে এবার ভোট পরিচালনা হবে বলে জানিয়েছে কমিশন। এরইমধ্যে এবার প্রার্থীরা অনলাইনেও মনোনয়নপত্র জমা দিতে পারবেন।


কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিইও বা ডিইও-র ওয়েবসাইটে মনোনয়ন ফরম পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা তা অনলাইনে পূরণ করতে পারবেন এবং রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার জন্য প্রিন্ট আউট বের করতে পারবেন।


হলফনামাও প্রার্থীরা অনলাইনে সিইও বা ডিইও-র ওয়েবসাইটে অনলাইনে পূরণ করা যাবে এবং এর প্রিন্ট আউট নেওয়া যাবে। নোটারাইজেশনের পর তা মনোনয়ন পত্রের সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া যাবে।


নির্ধারিত প্ল্যাটফর্মে প্রার্থীরা অনলাইন মোডে সিকিউরিটি মানিও জমা দিতে পারবেন। তবে কোনও প্রার্থীর ট্রেজারিতে নগদ জমা দেওয়ার বিকল্পও খোলা থাকছে।


কমিশন জানিয়েছে, এবার পাঁচ জনের পরিবর্তে দুজনকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যেতে পারবেন প্রার্থীরা।


আগে প্রার্থীরা এক্ষেত্রে তিনটি গাড়ি ব্যবহার করতে পারতেন।এবার দুটির বেশি গাড়ি ব্যবহার করতে পারবেন না।


রিটার্নিং অফিসারের চেম্বারে মনোনয়নের কাজ, স্ক্রুটিনি ও প্রতীক বরাদ্দের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার মতো পর্যাপ্ত জায়গা থাকতে হবে।


সম্ভাব্য প্রার্থীদের জন্য রিটার্নিং অফিসার আগাম আলাদা আলাদা সময় নির্ধারিত করতে পারবেন।