কলকাতা:  পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পরীক্ষা আগামী ১৫ মে পর্যন্ত স্থগিত রাখা হল। রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব পরিচালনা সংক্রান্ত কর্মকাণ্ডে প্রশাসনিক মেশিনারির যুক্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তি মারফৎ পরীক্ষাগুলি স্থগিত রাখার কথা জানানো হয়েছে।


এই পরীক্ষাগুলি হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) প্রিলিমিনারি পরীক্ষা (নির্ধারিত দিন ছিল ২১ মার্চ), ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ২০২০ (পরীক্ষার নির্ধারিত দিন ছিল ১১ এপ্রিল।




ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) মেন পরীক্ষা ২০২০ (পরীক্ষার নির্ধারিত দিন ছিল ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল)।


পরীক্ষার সূচী সম্পর্কে আপডেট সম্পর্কে জানতে সংশ্লিষ্টদের কমিশনের ওয়েবসাইট https://wbpsc.gov.in-এ ভিজিট করতে বলা হয়েছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI