গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বীরভূমের ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪ জন। বিজেপির অভিযোগ, গতকাল ইলামবাজারে পরিবর্তন যাত্রা থেকে ফেরার পর, তাঁদের কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জেরে গন্ডগোল বাধে। তার জেরে তৃণমূল কর্মীরাই আক্রান্ত হয় বলে অভিযোগ।


যদিও পুলিশের দাবি, পুরনো বিবাদকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে গন্ডগোলের শুরু। বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি গন্ডগোল আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ ইলামবাজার থানার খাদিমপুর গ্রামে বিজেপির কর্মী-সমর্থকেরা পরিবর্তন যাত্রা থেকে ফেরার পরে তৃনমূলের কর্মী-সমর্থকরা বিজেপির কর্মীদেরকে বেধড়ক মারধর করে , মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বিজেপি । উভয় পক্ষেরই আহত কর্মী-সমর্থকদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।


ঘটনার সূত্রপাত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে। এই গন্ডগোল গতকাল ইলামবাজারে বিজেপির পরিবর্তন যাত্রা ছিল। আর সেই কর্মসূচি থেকে ফেরার পরই এই গন্ডগোল বাঁধে । যদিও রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল । তৃণমূলের অভিযোগ গতকাল বিজেপি নেতা কর্মীরা উস্কানিমূলক বক্তব্য রেখেছে তার জেরেই এই ঘটন । আমাদের কর্মীদেরকে বেধড়ক মারধর করে ওরা যেটা অভিযোগ করছে মিথ্যা অভিযোগ। পাশাপাশি বিজেপির অভিযোগ পরিবর্তন যাত্রা কর্মসূচি থেকে ফেরার পর তাদের ওপর আক্রমণ করা হয় বেধড়ক মারধর করে ।