ঝড়খালি: দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে বিজেপির বুথ সভাপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে শাসক দল। শর্ট সার্কিট থেকে আগুন, দাবি তৃণমূলের। আমফানের পর থেকে বাড়িতে বিদ্যুৎ সংযোগই ছিল না, পাল্টা দাবি বিজেপি নেতার। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


আগুনে পুড়ে খাক গেরস্থালির জিনিসপত্র। খাট-বিছানাও পুড়ে ছাই। আর এটা রাজনীতির আগুন! সোমবার বিধ্বংসী আগুনে পুড়ে যায় দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির বিজেপির বুথ সভাপতি অমরজিৎ মণ্ডলের বাড়ি। মাথার ওপর ছাদ হারিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে কার্যত পথে বসেছেন তিনি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার পরিবারের।


বিজেপির বুথ সভাপতির স্ত্রী শ্যামলী মণ্ডল বলেন, ২০১৯ থেকে ঘরছাড়া। ফিরে আসায় তৃণমূলের দুষ্কৃতীরা শাসিয়ে যায়। রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। অপরাধ আমরা বিজেপি। ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য উদয় মণ্ডল বলেন, শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। ঝড়খালির বিজেপির বুথ সভাপতি অমরজিৎ মণ্ডল বলেন, আমফানের পর বাড়িতে বিদ্যুতের লাইন ছিল না। শর্ট সার্কিট হবে কী করে?


বিজেপি নেতার ঘরছাড়া হওয়ার দাবি নিয়ে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। ঝড়খালির তৃণমূলের  অঞ্চল সভাপতি বিধান বায়েন বলেন, চিটফান্ডের সঙ্গে যুক্ত। টাকার তাগাদার জন্য পালিয়ে যায়। ভোটের আগে রাজনৈতিক জমি দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত আরও চরমে ওঠার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।