নয়াদিল্লি : বাংলার বিধান দানের দ্বিতীয় দফায় বাংলাতেই বঙ্গবাসীকে বার্তা দিলেন নরেন্দ্র মোদি। রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হওয়ার ঠিক আগে বাংলায় ট্যুইট করে বঙ্গবাসীকে বুথমুখী হয়ে  রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি ট্যুইট লেখেন, 'বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।' ইংরেজিতে ট্যুইট করেও একই বার্তা দিয়েছেন তিনি।


এমনিতেই বিজেপির হয়ে ভোটপ্রচারের জন্য বৃহস্পতিবার বঙ্গে আসছেন মোদি। দুপুরে প্রথমে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে ও বিকেলে হাওড়ার উলুবেড়িয়ায় জোড়া জনসভা রয়েছে তাঁর। যেখানে তিনি কী বার্তা দেন সেদিকেই নজর সকলের।


প্তিরথম দফার ভোটের আগেও ঠিক একইরকম বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২৭ মার্চ প্রথম দফার ভোটের দিন তিনি লিখেছিলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।


আজ রাজ্যে দ্বিতীয় দফার ভোট। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। অসমীয়া ভাষায় টুইট করেও সেখানকার ভোটারদের বার্তা দিয়েছেন মোদি।


 


একঝলকে দ্বিতীয় দফার ভোট-



৪ জেলার ৩০ আসনে ভোট। 
মোট প্রার্থী-১৭১ জন।



কোন কোন জেলার কটি বিধানসভায় ভোট- 
পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), বাঁকুড়া (৮) ও দক্ষিণ ২৪ পরগণা (৪)।



পশ্চিম মেদিনীপুরের যে আসনগুলিতে-



খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।



পূর্ব মেদিনীপুর যে আসনগুলিতে ভোট –



তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।



বাঁকুড়ার যে ৮ আসনগুলিতে ভোট –



তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী। 



দক্ষিণ ২৪ পরগনা যে  আসনগুলিতে ভোট-



গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।