সুনীত হালদার, হাওড়া: এবার বেসুরো হাওড়ার প্রবীণ তৃণমূল নেতা বাণী সিংহ রায়। কেন শুভেন্দু অধিকারীর দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দলীয় নেতার সঙ্গে কথা বলা হবে, জানালেন অরূপ রায়। বাণীর মন্তব্য ঘিরে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।>
মঙ্গলবার হলদিয়ার সভা থেকে নাম না করে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বুঝিয়ে দিতে চান, তাঁর জনভিত্তি অটুট। বলেন, কেন ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি থাকবে! মন্ত্রিত্ব ছাড়ার পরও লোক আমার সভায় আসে বলেও মন্তব্য করেন তিনি।
নন্দীগ্রামের বিদ্রোহী তৃণমূল বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মধ্যেই তাঁর পাশে দাঁড়িয়ে দলীয় নেতৃত্বের একাংশকে কাঠগড়ায় তুলেছেন বাণী সিংহ রায়। বনমন্ত্রীর প্রতি দলের আচরণ নিয়েও প্রশ্ন তুলে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দল যা ব্যবহার করল, তা বাংলার তরুণদের কাছে লজ্জার। রাজীবের সঙ্গেও যা হল, সবাই তো আর মাথা হেঁট করে থাকবে না।
শীলভদ্র দত্ত থেকে নিয়ামত শেখ, অনন্তদেব অধিকারী। দলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সরব একের পর এক তৃণমূল বিধায়ক। পিকেকে নিয়েও তীব্র ক্ষোভ বর্ষীয়ান তৃণমূল নেতার গলায়। তিনি কটাক্ষ করেন, ওইসব পিকে, চুণী দিয়ে দল চলে না, উনি বাংলার কী বোঝেন, দল চালাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের পাঁচ নেতা!
তৃণমূল সূত্রে খবর, দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বাণী সিংহ রায়। ছিলেন সহ সভাপতিও।
বর্ষীয়ান নেতার ক্ষোভ সামাল দিতে আসরে নেমে মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের নেতা অরূপ রায় বলেন, উনি আমাদের সিনিয়র নেতা। উনি যাতে এধরনের কথা না বলেন, সেজন্য ওনার সঙ্গে কথা বলব।
ভোট যত এগচ্ছে, ততই তৃণমূলের অন্দরে বাড়ছে অসন্তোষ। শুভেন্দুকে নিয়ে ধোঁয়াশার মধ্যে বাণী সিংহ রায়ের মন্তব্য ঘিরে হাওড়ার রাজনীতিতে বাড়ছে জল্পনা।
শুভেন্দুর সঙ্গে দল যা ব্যবহার করল, লজ্জার, দল চালাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের পাঁচ নেতা! সরব তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2020 07:08 PM (IST)
শীলভদ্র দত্ত থেকে নিয়ামত শেখ, অনন্তদেব অধিকারী। দলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সরব একের পর এক তৃণমূল বিধায়ক। পিকেকে নিয়েও তীব্র ক্ষোভ বর্ষীয়ান তৃণমূল নেতার গলায়। তিনি কটাক্ষ করেন, ওইসব পিকে, চুণী দিয়ে দল চলে না, উনি বাংলার কী বোঝেন, দল চালাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের পাঁচ নেতা!
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -