ঝিলম করঞ্জাই, কলকাতা: কারা করোনায় আক্রান্ত, কারা নন? কী দেখে বোঝা যাবে, কাদের কী উপসর্গ? বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে তা স্পষ্ট করে জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। বুধবারই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে কলকাতায়। আক্রান্তের চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি হাসপাতালে। পাশাপাশি বহু মানুষ সেখানে ছুটছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দিয়েছে তিন ধরনের ক্ষেত্রে Covid19 পরীক্ষা করা হবে।
প্রথমত, গত ১৪ দিনের মধ্যে কেউ যদি বিদেশে গিয়ে থাকেন এবং তাঁদের যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হয়। দ্বিতীয়ত, বিদেশ থেকে আসা রোগ-লক্ষণহীন যাত্রীর মধ্যে যদি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সময় জ্বর, কাশি বা শ্বাসকষ্টের কোনও উপসর্গ দেখা যায়। তৃতীয়ত, আইসোলেশন ওয়ার্ডে কাজ করছেন এমন কোনও ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীর মধ্যে যদি এই রোগের লক্ষণ দেখা যায়। এই তিন ধরনের ক্ষেত্র বাদ দিলে, আর কারও কোভিড 19 পরীক্ষা করানোর প্রয়োজন নেই। কোভিড 19 মুক্ত বলে কাউকে ফিট সার্টিফিকেট দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যদিও তা সত্ত্বেও ভিড়ের কমতি নেই বেলেঘাটা আইডিতে। অনেকেই সব কাজ ফেলে ছুটেছেন আইডিতে। কেউ চান করোনা আক্রান্ত কি না, পরীক্ষা করিয়ে নিতে, আবার কেউ চান ফিট সার্টিফিকেট। তার ফলে বেলেঘাটা আইডিতে দিনভর অস্বাভাবিক ভিড়। প্রবল ভিড়ে বেলেঘাটা আইডিতে নাজেহাল অবস্থা কর্তৃপক্ষের। একজন বললেন, আমি ইংল্যান্ড থেকে এসেছি, কিছু হয়নি আমার। কিন্তু পাড়া, প্রতিবেশী এত চাপ দিচ্ছে যে আসতে হল। তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু একজন মাত্র ডাক্তার!
কোন তিন ক্ষেত্রে Covid19 পরীক্ষা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2020 08:24 PM (IST)
কোভিড 19 মুক্ত বলে কাউকে ফিট সার্টিফিকেট দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -