সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  হালিশহরে নিহত বিজেপি নেতার স্ত্রীকে দমকলে চাকরি দিল রাজ্য সরকার। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলকে আক্রমণ করে নিহতের মায়ের বক্তব্য, যারা খুন করল তাদের চাকরিতে সায় নেই। বিজেপির কটাক্ষ, অস্থায়ী চাকরি নিয়েও নাটক করছে তৃণমূল।


সপ্তাহ দুয়েক আগে বিজেপি নেতা খুনের ঘটনায় রণক্ষত্রের চেহারা নেয় হালিশহর।  হামলার নেপথ্যে তৃণমূলের দিকে আঙুল তোলে নিহত সৈকত ভাওয়ালের পরিবার। এই প্রেক্ষাপটে বিজেপি নেতার স্ত্রীর চাকরির ব্যবস্থা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার মৃত বিজেপি নেতার বাড়িতে যান নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তৃণমূল বিধায়কের দাবি, মানবিক কারণেই পরিবারের পাশে রয়েছে দল। তিনি বলেছেন, দমকল বিভাগে চাকরির ব্যবস্থা হয়েছে, এটি মানবিক বিষয়, ওর স্ত্রী বলেছেন, দুষ্কৃতীরা স্বামীকে মেরেছে।

নিহতের স্ত্রীকে চাকরি দেওয়াকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মৃতের মা জ্যোৎস্না ভাওয়াল বুঝিয়ে দিয়েছেন, এই চাকরিতে তাঁর সায় নেই। তাঁর বক্তব্য, যারা খুন করল তাদের দ্বারা উপকৃত হলে ছেলে কষ্ট পাবে, এটা মানতে পারি না। তাহলে ছোট ছেলেকে পাঠাতাম। বিজেপির অভিযোগ, চাকরি নামে ভাঁওতাবাজি করছে তৃণমূল। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, ওরা খুন করে বলে, চাকরি দেব। সামনে ভোট, তাই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এটা ক্যাজুয়াল কাজ। গোটাটাই নাটক, যারা কাজ করছে, তারা পার্মানেন্ট হচ্ছে না।

এদিন তৃণমূল বিধায়ক দাবি করেন, নিহত বিজেপি নেতার ভাইয়েরও চাকরির ব্যবস্থা করা হবে হালিশহর পুরসভায়। যদিও তা নিতে চান না নিহতের পরিজনেরা।