WB News Live Updates:২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বের করা হল নাকছাবি, জটিল অস্ত্রোপচার এসএসকেএমে

ফেসবুকে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের জের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি। নজর রাখুন রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Jul 2021 08:03 PM
WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে, এবার মামলা রুজু করে তদন্ত শুরু করল ইডি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে, এবার মামলা রুজু করে তদন্ত শুরু করল ED। সূত্রের খবর, দেবাঞ্জনকে হেফাজতে নিতে আগামী সপ্তাহে আর্জি জানাবে কেন্দ্রীয় সংস্থা। রেমডিসিভির-অক্সিজেনের কালোবাজারি নিয়েও মামলা রুজু করেছে ED।

West Bengal News Live: ২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বের করা হল নাকছাবি, জটিল অস্ত্রোপচার এসএসকেএমে

এসএসকেএমে নবজাতকের জটিল অস্ত্রোপচার।২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বের করা হল নাকছাবি।মুর্শিদাবাদ থেকে শিশুকে আনা হয় কলকাতায়, ভর্তি করা হয় এসএসকেএমে।আজ অস্ত্রোপচার করে নাকছাবি বের করেন চিকিৎসকেরা।

WB News Live Updates: তারকেশ্বরে তোলা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

তোলা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ।তোলা না দেওয়ায় তারকেশ্বরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। বাধা দেওয়ায় পরিবারের বাকিদেরও মারধরের অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, ক্লাবের সদস্যরাই তোলাবাজি করতে এসেছিল। টাকা না পাওয়ায় মারধর করা হয়। ক্লাবে অসামাজিক কাজ চলার অভিযোগ স্থানীয়দের।তোলাবাজির অভিযোগ উঠতেই বন্ধ ক্লাব।ক্লাবের সঙ্গে এর কোনও যোগ নেই, দাবি সদস্যদের।

West Bengal News Live: রীতি মানছে না সরকার, বিরোধী দলনেতারও আয়নায় নিজের মুখ দেখা উচিত, মন্তব্য সূুজনের

বিরোধী শিবির থেকেই পিএসি-র চেয়ারম্যান বেছে নেওয়াই প্রথা। সেই প্রথা মান্যতা দিচ্ছে না তৃণমূল সরকার। গত বিধানসভাতেও একই ঘটনা ঘটেছিল। তখন কিন্তু এখানকার বিরোধী নেতা বেশ খুশিই হয়েছিল। এখন যখন তিনি বিরোধিতা করছেন, তখন তাঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। বললেন সুজন চক্রবর্তী। 

WB News Live Updates: মুকুলের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকরে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, জবাব সৌগতর

আর কতদিন বিধায়ক থাকেন মুকুল রায়, দেখা যাবে। দলত্যাগ বিরোধী আইন কার্যকরে যেখানে যাওয়া যায়, সেখানে যাবে বিজেপি। দাবি বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারীর। যেতে পারেন, হাইকোর্টে মামলায় নিজের বিধায়ক পদই বাঁচাতে পারেন কিনা সন্দেহ, পাল্টা সৌগত রায়।

West Bengal News Live:পিএসি চেয়ারম্যান নিয়ে রীতি ভঙ্গ করেছে শাসক দল, মন্তব্য শুভেন্দুর

সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধীদলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। এতে বিধানসভায় শাসক-বিরোধী সম্পর্ক ভাঙল শাসকদল। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: বিধানসভার পিএসি-র চেয়ারম্যান হলেন মুকুল রায়

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হলেন মুকুল রায়।মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ।

West Bengal News Live: কালিম্পঙে জোড়া খুন, ২ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

কালিম্পঙে জোড়া খুন, ২ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ।মৃতদের নাম রঞ্জিত বিশ্বাস ও ছোটন সরকার।ছুরি নিয়ে হামলার অভিযোগ ধৃতের বিরুদ্ধে, আহত আরও ২।
গ্রেফতার ১, ধৃতের নাম রাজকুমার সুব্বা

WB News Live Updates: শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু। ৭ জুলাই পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় ৩০২ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। ঘটনার প্রায় তিন বছর পর লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী।


 

West Bengal News Live:হাওড়া পুর এলাকায় পুজো উদ্যোক্তাদের টিকাকরণ শুরু

করোনা আবহে দুর্গাপুজোর সময় সংক্রমণ রুখতে উদ্যোগ হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের। আজ হাওড়া শরৎ সদনে দুর্গাপুজো উদ্যোক্তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী এবং হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। হাওড়া পুরসভা এলাকার মোট 1045 টি ক্লাবের পুজোর সঙ্গে যুক্ত প্যান্ডেল তৈরীর কারিগর, ইলেকট্রিশিয়ান, ঢাকি এবং পুরোহিতদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। জানালেন অরূপ রায়।

WB News Live Updates: ওয়ার্মারে বিভ্রাট, ঝলসে গেল সদ্যোজাত? ন্যাশনাল মেডিক্যালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

ওয়ার্মারে বিভ্রাট, ঝলসে গেল সদ্যোজাত? ন্যাশনাল মেডিক্যালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।এসএনসিইউর ওয়ার্মারে বিভ্রাটে দুর্ঘটনার অভিযোগ।১১ দিনের শিশু ঝলসে যাওয়ার অভিযোগ পরিবারের।সিক নিউবর্ন কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ।‘ওয়ার্মারে যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সদ্যোজাতের অবস্থা স্থিতিশীল’,ওয়ার্মার বিভ্রাট নিয়ে দাবি ন্যাশনাল মেডিক্যাল কর্তৃপক্ষের


 

West Bengal News Live:মেডিক্যাল কলেজে ভর্তির নামে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

মেডিক্যাল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগ।১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ২।ধৃত দুজনের নাম শুভাশিস পতি ও নিতু রায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার ল্যাপটপ, বেশ কিছু ফোন ও নথি।ঝাড়গ্রাম শহরের বাসিন্দার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার।নেপথ্যে কোনও বড় চক্র কিনা তদন্তে পুলিশ

WB News Live Updates: ইসলামপুরে চা পাতা তোলা নিয়ে সংঘর্ষ, বালকের বুকে গুলি

চা পাতা তোলা নিয়ে সংঘর্ষ, বালকের বুকে গুলি।ইসলামপুরের চা বাগানের দখল নিয়ে সংঘর্ষে গুলি।গাঠিয়াটোলে দখলদারিতে সংঘর্ষ, বালকের বুকে গুলি।আহতকে প্রথমে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে।ইসলামপুর থেকে গুলিবিদ্ধ বালককে নিয়ে যাওয়া হল উত্তরবঙ্গে মেডিক্যালে

West Bengal News Live: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিধানসভার বাইরে কংগ্রেসের বিক্ষোভ

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিধানসভার বাইরে কংগ্রেসের বিক্ষোভ। নর্থ গেটের সামনে ছাত্র পরিষদের কর্মীদের বিক্ষোভ। দেবাঞ্জনের সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। গ্রেফতার করে বিক্ষোভ হঠাল পুলিশ।

WB News Live Updates: ভাড়া বৃদ্ধির আর্জি জানিয়ে পরিবহণ দফতরকে ফের চিঠি বাসমালিক সংগঠনগুলির

ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়ে ফের চিঠি। পরিবহণ দফতরকে চিঠি বাসমালিক সংগঠনগুলির একাংশের।গত কয়েকদিন বাস চালিয়ে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি।সেই ক্ষতির হিসেব তুলে ধরা হয়েছে চিঠিতে

West Bengal News Live: উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় স্বস্তি রাজ্যের, অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্যের।নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার। তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট হাইকোর্ট

WB News Live Updates:'অন্য গাছের ছাল লাগিয়ে ছিলাম, খসে পড়ে গেছে', দলে বেসুরোদের নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

দলে বেসুরোদের নিয়ে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, অন্য গাছের ছাল লাগিয়ে ছিলাম, খসে পড়ে গেছে। এ ব্যাপারে তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, বিলম্বিত বোধোদয়, ক’দিন বাদে ওঁরও দমবন্ধ লাগবে।।

WB News Live Updates: পশ্চিম মেদিনীরপুরের কনটেনমেন্ট জোন পরিদর্শন জেলাশাসক ও পুলিশ সুপারের

করোনা রুখতে পশ্চিম মেদিনীরপুর জেলায় ৫৩টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা। সচেতনতা বাড়াতে তত্পর পুলিশ প্রশাসন। গতকাল থেকেই শুরু হয়েছে মাইকে প্রচার। রাতে কনটেনমেন্ট জোন পরিদর্শন করেন জেলাশাসক ও পুলিশ সুপার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই পরিবারগুলির কাছে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে খাবার। মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় রয়েছে মেদিনীপুর পুরসভার ৪টি ওয়ার্ড। মাইক্রো কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে দোকান, বাজার। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় মিলবে। ১৫ জুলাই পর্যন্ত জারি থাকবে কড়া নিয়ন্ত্রণ বিধি।

WB News Live Updates: "এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই", ভুয়ো ভ্যাকসিন মামলায় আদালতে স্বস্তি রাজ্যের

ভুয়ো ভ্যাকসিন মামলায় আদালতে স্বস্তি রাজ্যের। ‘এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই’। ‘ভবিষ্যতে প্রয়োজন হলে খতিয়ে দেখা যেতে পারে’। ‘রাজ্যের তদন্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত’। নির্দেশ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের। ‘এই ধরনের অপরাধ বিরল’। ‘এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে কীভাবে দেবাঞ্জন এই ঘটনা ঘটালো’।‘সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে’। পর্যবেক্ষণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের।

WB News Live Updates: দেবাঞ্জনকে ফের হেফাজতে নিতে চাইছে লালবাজার

দেবাঞ্জনকে ফের হেফাজতে নিতে চাইছে লালবাজার। কসবা ভ্যাকসিনকাণ্ডে জেল হেফাজত হয়েছিল দেবাঞ্জনের। আজ তাঁকে ফের আদালতে পেশ করবে পুলিশ। সিটি কলেজে টিকা ক্যাম্প মামলায় হেফাজতে নিতে আবেদন জানানো হবে।

WB News Live Updates: শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু। ৭ জুলাই পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় ৩০২ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। ঘটনার প্রায় তিন বছর পর লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী।

WB News Live Updates: জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি রাজ্য সরকারের

দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মাঝেই এবার জিকা ভাইরাসের হানা। সতর্কতা জারি করল রাজ্য সরকার। জিকা ভাইরাস নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। সূত্রের খবর, বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হবে পরামর্শদাতা কমিটি। সংক্রমণ প্রতিরোধ এবং সেই সংক্রান্ত পদক্ষেপে অগ্রাধিকার দেওয়া হবে। জিকা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রক্রিয়া।

WB News Live Updates: মালদার হবিবপুরে পুকুরে মাছ চুরি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী

ফের আক্রান্ত পুলিশ। এবার মালদার হবিবপুরে। পুকুরে মাছ চুরি রুখতে গিয়ে আক্রান্ত হন ওই পুলিশকর্মী। বাঁচাতে যাওয়ায় পুলিশ কর্মীর ভাইকে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের দক্ষিণ চাঁদপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের পুকুরে মাছ চাষ করেছিলেন ওই পুলিশ কর্মী। অভিযোগ, গতকাল রাতে পুকুর থেকে মাছ চুরি করেন তিন প্রতিবেশী যুবক। বাধা দেওয়ায় তারা পুলিশ কর্মীকে মারধর করে। দাদাকে বাঁচাতে গেলে পুলিশ কর্মীর ভাইকে কোপানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন পুলিশ কর্মীর ভাই। এই ঘটনায় খুনের চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে। তিন অভিযুক্তই পলাতক।

WB News Live Updates: পূর্ব বর্ধমানের ভাতারে বোমা বিস্ফোরণ, জখম মহিলা

পূর্ব বর্ধমানের ভাতারের বাণেশ্বরপুরে বোমা বিস্ফোরণ। জখম এক মহিলা। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল বাড়ির চাল। বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর, ভোররাতে বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসেন গ্রামবাসী। দেখা যায়, উড়ে গিয়েছে মাটির বাড়ির অ্যাসবেস্টসের চাল। বাড়ির মালিক ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।

WB News Live Updates: আসানসোলের সালানপুরে ছাত্রীর রহস্যমৃত্যু

আসানসোলের সালানপুরে ছাত্রীর রহস্যমৃত্যু। ইসিএলের খোলা মুখ খনি থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। রাতে না ফেরায় শুরু হয় খোঁজ। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ইসিএলের ডাবর খোলা মুখ খনি থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর দেহ। সাইকেলের খোঁজ মেলেনি। দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে সালানপুর থানার পুলিশ।

WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আজই মামলা রুজু করবে ইডি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আজই মামলা রুজু করতে চলেছে ইডি। দিল্লির সদর দফতর থেকে গতকালই মিলেছে সবুজ সঙ্কেত। ইডি সূত্রে খবর, ECIR রুজু করে দেবাঞ্জন দেবকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কেউ জামিনের আবেদন করেছেন কিনা, খতিয়ে দেখা হবে তাও। এর পাশাপাশি, কলকাতায় রেমডেসিভির ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির ক্ষেত্রেও আজই ECIR করতে চলেছে ইডি। খবর সূত্রের।

WB News Live Updates: মালদার ইংরেজবাজারে মাদক উদ্ধার, গ্রেফতার ২

মালদার ইংরেজবাজারে মাদক উদ্ধার। গ্রেফতার ২ মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজবাজারের কানির মোড়ে অভিযান চালায় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে দুই যুবককে। শিলিগুড়ির বাসিন্দা ওই মাদক পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য আনুমানিক দেড়লক্ষ টাকা। কোথা থেকে মাদক আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।

WB News Live Updates: সৌরভ বাংলার আইকন, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাতে গেছেন ভাল কথা : দিলীপ

সৌরভ বাংলার আইকন। শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী গেছেন ভালো কথা। রাজনীতির বাইরে অনেক ব্যক্তি আছেন তাঁদেরও যেন মনে রাখেন। শুধু রাজনীতির জন্য কিছু বললে মানুষ ভাল চোখে দেখেন না। হতেই পারেন রাজ্যসভার সাংসদ সৌরভ, হলে ভাল কথা।

WB News Live Updates: কয়লা পাচারকাণ্ডে রাজ্যের সাত IPS অফিসারকে দিল্লিতে তলব ED-র

কয়লা পাচারকাণ্ডে রাজ্যের সাত IPS অফিসারকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ED। খবর সূত্রের। ২৬ জুলাই থেকে ৮ অগাস্টের মধ্যে তাঁদের হাজিরা দিতে হবে। সূত্রের খবর, তলব করা হয়েছে- কোটেশ্বর রাও, সিলভা মুরুগান, শ্যাম সিংহ, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিংহ ও তথাগত বসুকে। কয়লা পাচারকাণ্ডের তদন্তে একাধিক ব্যক্তির বয়ানে তাঁদের নাম উঠে আসে বলে ED সূত্রে খবর। সুকেশ জৈন ছাড়া বাকি IPS-দের আগে CBI-এর প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

WB News Live Updates: ফেসবুকে ক্ষোভপ্রকাশের জের, সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলীপের

ফেসবুকে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের জের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে দল থেকে বের করে দেওয়ার দাবি তোলেন অমৃতা বন্দ্যোপাধ্যায় নামে বিজেপি যুব মোর্চার এক নেত্রী। মেলেনি রাজীবের প্রতিক্রিয়া। গুরুত্ব দিচ্ছেন না সব্যসাচী।

প্রেক্ষাপট

ফেসবুকে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের জের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে দল থেকে বের করে দেওয়ার দাবি তোলেন অমৃতা বন্দ্যোপাধ্যায় নামে বিজেপি যুব মোর্চার এক নেত্রী। মেলেনি রাজীবের প্রতিক্রিয়া। গুরুত্ব দিচ্ছেন না সব্যসাচী।


ভুয়ো IAS-এর পর ভুয়ো DSP! হোম গার্ডে চাকরির নামে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শালবনির বাসিন্দার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ৪। ধৃতদের মধ্য একজন কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী।


কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গতকাল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে একাধিক তালিকায় আবেদনকারীদের প্রাপ্ত নম্বরও দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তালিকা ঘিরে আবেদনকারীদের অসন্তোষ দূর হচ্ছে না।


পৃথক উত্তরবঙ্গ প্রসঙ্গে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা। গতকাল মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর বার্লা বলেন, জনগণের ১০০ বছরের পুরনো দাবি দমানো যাবে না। পাল্টা জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করেছে তৃণমূল। 


দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েও রিভার ট্রাফিক পুলিশের তত্‍পরতায় প্রাণ বাঁচল এক গৃহবধূর। ঝাঁপ দেওয়ার সময় দেখে ফেলায় স্পিড বোট নিয়ে গিয়ে গৃহবধূকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।  


সনাতনকাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সূত্রের খবর, নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই আইনজীবী। উদ্ধার হয়েছে একাধিক নথি। এনিয়ে আইন মন্ত্রককে চিঠি দিচ্ছে কলকাতা পুলিশ। কাদের সঙ্গে সনাতনের যোগাযোগ ছিল, কীভাবে তিনি এধরনের ভুয়ো পরিচয় ব্যবহার করতেন, তা জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সনাতনের দুটো ইমেল আইডি থেকেও প্রচুর তথ্য উদ্ধার হয়েছে। দেখা গেছে, কেন্দ্র ও রাজ্যের একাধিক সরকারি এজেন্সির সঙ্গে মেলের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন সনাতন। সেইসব তথ্য পরীক্ষা করা হচ্ছে। আদালতেও এইসব তথ্য জমা দেওয়া হয়েছে।  


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.