West Bengal News Live Updates: কয়লাপাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ গুরুপদ মাজিকে গ্রেফতার করল ইডি
WB News Live: এক ক্লিকে দেখে নিন পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ খবর।
বিজেপিতে বঞ্চিত বন্ধু দিলীপ ঘোষ! বাংলা থেকে সরানোর প্রতিবাদ করুন! বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে ৭ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে সংগঠনের দায়িত্ব দেওয়ার পরে এই মন্তব্যই শোনা গেল ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের মুখে। ধন্যবাদ জানিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েননি দিলীপ ঘোষ।
কাঁকিনাড়ার বাড়ি থেকে সোমবার দমদমে ফিরেছিলেন বিদিশা। পরিবারের দাবি, তখন তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল না। কী কারণে বিদিশা আত্মহত্যা করলেন? তা ভেবে পাচ্ছেন না পরিবার-প্রতিবেশীরা।
কোন্নগর স্টেশনের কাছে প্রসাধনী সামগ্রীর গোডাউনে আগুন। প্রসাধনী সামগ্রী থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন, অনুমান দমকলের।
নাগেরবাজারের ফ্ল্যাটে মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার। বিদিশার সুইসাইড নোটে উঠে এল আর্থিক অনটনের প্রসঙ্গ। ‘নতুন কেনা মোবাইল ফোনের ইএমআই দিতে পারছি না। সমস্যা হচ্ছে বাড়ি ভাড়া দিতেও’, সুইসাইড নোটে রয়েছে আর্থিক অনটনের প্রসঙ্গও, পুলিশ সূত্রে খবর।
দক্ষিণ কলকাতার জল সমস্যা মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেইসঙ্গে আলিপুর বডিগার্ড লাইন্সে নিকাশি সমস্যা দূর করতে চালু হল ড্রেনেজ পাম্পিং স্টেশন। নবান্ন থেকে ভার্চুয়ালে দুই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
সিবিআইয়ের পর এবার লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। কয়লাপাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ গুরুপদ মাজিকে গ্রেফতার করল ইডি। পরপর ৩দিন জিজ্ঞাসাবাদের পর দিল্লিতে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেফতার।কীভাবে চলে কয়লাপাচারচক্র? কোথায়, কত লালার সম্পত্তি, কী ব্যবসা? জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে গ্রেফতার, খবর ইডি সূত্রে।
নিয়ম ভেঙে ৭৫ টি স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ। শিক্ষকদের একাংশের কাঠগড়ায় বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশন। এই ঘটনাতেও কাটমানি ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মন্তব্যে নারাজ বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ।
ভালবাসার টানে এবার ২ টোটোচালকের সঙ্গে বাড়ি ছাড়লেন একই পরিবারের ২ গৃহবধূ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
দার্জিলিঙের নকশালবাড়িতে রাতভোর হাতির তাণ্ডব। নকশালবাড়ির মণিরাম জোতে গতকাল রাতে প্রায় ৩৫টি হাতির দল ঢুকে পড়ে। সেই দলে ছিল কয়েকটি হস্তি শাবকও।স্থানীয় সূত্রে খবর, রাতে হাতির দল গ্রামেই থেকে যায়। আজ সকালে আসে বন দফতর ও পুলিশ কর্মীরা। দীর্ঘ সময় চেষ্টার পর হাতির দল আজ সন্ধে নাগাদ কলাবাড়ির জঙ্গলের দিকে চলে যায়।
একশো দিনের কাজে পুকুর নয়, সমুদ্র চুরি হয়েছে রাজ্যে! কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট তুলে ধরে তীব্র আক্রমণ জলপাইগুড়ির বিজেপি সাংসদের। একশো দিনের কাজে ভারত সেরা বাংলা। পারলে সিবিআই তদন্ত করান। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
মুর্শিদাবাদের বেলডাঙায় দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। নেশায় আসক্তির জন্য নাবালক সন্তানদের নামে থাকা সম্পত্তি বিক্রির চেষ্টা করছিল, দাবি অভিযুক্তের পরিবারের। সেই কারণেই খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
শরবতের দোকানেই রাখা বরফের বড় চাঁই। প্রয়োজন মতো তা থেকেই বরফ নিয়ে মেশানো হচ্ছে শরবতে। কিন্তু, এটা বাণিজ্যিক বরফ না খাওয়ার যোগ্য বরফ? প্রশ্ন উঠছে কারণ, শিল্পে ব্যবহার্য ও খাবার যোগ্য বরফ পৃথক করার কোনও উপায়ই, বর্তমানে কলকাতার বাজারগুলিতে নজরে আসছে না।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে এর পাশাপাশি জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকে পড়তে পারে বর্ষা।
‘বিধায়ককে নিজের চেয়ারে বসিয়েছেন শান্তিপুরের কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষার দূরদৃষ্টির প্রশংসা না করে পারছি না’। মুখ্যমন্ত্রীকে আচার্যের পদে বসাতে রাজ্যের সিদ্ধান্তকে কটাক্ষ বিজেপির।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক নদীর বাঁধ দেখা দিয়েছে ফাটল। কিছু জায়গায় ধসে গেছে মাটি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বর্ষার আগে বাঁধের ফাটল মেরামতি না হলে ভাসতে পারে রায়গঞ্জ। জেলা সেচ দফতর সূত্রে দাবি, দ্রুত ফাটল মেরামতি করা হবে।
নাগেরবাজারের ফ্ল্যাটে মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার। আত্মঘাতী হয়েছেন বিদিশা, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ।
চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, বাঁকুড়ার খাতড়ায় গ্রেফতার এক মহিলা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে প্রবল বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ঝড়ের সতর্কতা। পূর্ব বর্ধমানের একাংশেও কিছুক্ষণের মধ্যে ঝড়ের পূর্বাভাস। ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড পাঁশকুড়া, উপড়ে পড়ল বিদ্যুতের খুঁটি।
একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাজি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি।
‘মহিলারাও পুলিশে বেশি করে যোগদান করুন। উইনার্স বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করা হচ্ছে। ৩ মাসের ট্রেনিংয়ে কাজ করবে। পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক। ‘সামনে মহিলারা থাকবে, পিছনে পুরুষরা থাকবে’, বক্তব্য মমতার
‘পুলিশের একটা, দুটো ভুল হলে সবাই সমালোচনা করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। নিচুতলার পুলিশকর্মীরা রাজ্যের সম্পদ’, পুলিশদের সঙ্গে বৈঠকে বললেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘দিলীপ ঘোষ আমার বন্ধু, তাঁর জন্য দুঃখ হয়। দলের কাছে দিলীপ ঘোষ বঞ্চিত। দিলীপ ঘোষের প্রতি হয়ত অবিচার করা হচ্ছে’, মন্তব্য পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের
এসএসসি, সিএসসি-র পর এবার পিএসসি-র পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠল। কালচিনির BDO-র নিয়োগ অবৈধ, এমনই অভিযোগ পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিডিও।
রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকেই আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে চায় সরকার। ‘রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী’।
পল্লবীর মৃত্যু রহস্যে সাগ্নিকের জামিনের আবেদন খারিজ। ৩০ মে পর্যন্ত লিভ ইন পার্টনারের পুলিশ হেফাজত।
এসএসসি দুর্নীতির তদন্তে এবার মামলাকারীকে ডাকল সিবিআই। কাল সকাল ১১টায় মামলাকারীকে নিজাম প্যালেসে ডাকল সিবিআই। ৮টি মামলায় এই প্রথম কোনও মামলাকারীকে ডাকল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।মামলাকারীদের কাছ থেকে সহকারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি তলব।
পানিহাটি, ঝালদার ১টি করে ওয়ার্ডে উপ নির্বাচন। কাল সকাল ১০ ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ। সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত জমা নেওয়া হবে মনোনয়ন। ২ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন হবে ইভিএমে। আদর্শ আচরণবিধি লাগু হবে শুধু ভোটের জায়গায়। রাত ৯ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও মিছিল-মিটিং নয়। কোনও কেন্দ্রীয় বাহিনীর কথা এখনও হয়নি।
ফের পথ দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে । এবার বানতলায় বাইক-পিক আপ ভ্যান-এর সংঘর্ষ। আহত ৩, কারও মাথায় কারো মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ। আশঙ্কাজনকে অবস্থায় ৩ জনকেই এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছে। পিক ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে. গাড়িটিকেও আটক করা হয়েছে।
মালদা থেকে আনা আমসত্ত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল সায়ন্তিকা দাস। সায়ন্তিকা মালদার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এদিন মালদা থেকে ট্রেনে শিয়ালদায় নেমে সাইকেল চালিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় সায়ন্তিকা।
আদতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার বাসিন্দা মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদার। দমদমের নাগেরবাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তাঁর মৃত্যুর খবরে শোকগ্রস্ত গোটা এলাকা।
বিদিশা-মৃত্যু রহস্যে বিস্ফোরক দাবি তাঁর বান্ধবীর
সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যা করেছেন বিদিশা, ইঙ্গিত বান্ধবীর
মালদা থেকে আনা আমসত্ত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে দেখা করল সায়ন্তিকা দাস (Sayantika Das)। সায়ন্তিকা মালদার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কন্যাশ্রী (Kanyashree) , সবুজ সাথী (Sabuj Sathi) প্রকল্পে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এদিন মালদা থেকে কলকাতায় এসে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করল সায়ন্তিকা দাস। সঙ্গে ছিলেন মা-বাবা।
হাওড়া বিল নিয়ে ফের সরব বিধানসভার অধ্যক্ষ, রাজ্যপালের কড়া সমালোচনা বিমানের । ‘সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যপালের মন্ত্রিসভার সিদ্ধান্ত মানা উচিত। রাজীব গাঁধী হত্যা মামলায় এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। এক্ষেত্রে রাজ্যপালের কাছে বিল পাঠানো হলেও, তিনি বিধানসভাকে তা জানাননি। উনি বারবার বিধানসভায় আসেন, এসে বলেন কোনও বিল বাকি নেই। যদিও হাওড়া বিল এখনও আটকে, এর ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। ' রাজ্যপালের কড়া সমালোচনা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের
খাস কলকাতায় উদ্ধার হল কয়েকলক্ষ টাকার মাদক ট্যাবলেট। কলকাতা পুলিশের এসটিএফের জালে দুই মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তালতলা থানা এলাকায় এজেসি বোস রোডে অভিযান চালায় পুলিশ। জোড়া গির্জার সামনে থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতরা পার্ক স্ট্রিট ও তিলজলা থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ১৭ গ্রাম MDMA ট্যাবলেট ও ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। মাদক ও অস্ত্র নিয়ে এই দু’ জনের কী পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
পূর্ব বর্ধমানের জামালপুরে ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় প্রাথমিক স্কুলে নলকূপ বসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ভিলেজ রিসোর্স পার্সনের বিরুদ্ধে। নিজেকে তৃণমূল বলে দাবি করেছেন অভিযুক্ত। প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি জামালপুর পঞ্চায়েত সমিতি বেশ কিছু স্কুলে নলকূপ বসানোর উদ্যোগ নেয়। ঠিকাদারের অভিযোগ, মঙ্গলবার কাজ করতে স্কুলে গেলে কর্মীদের বাধা দিয়ে ১০ হাজার টাকা তোলা দাবি করেন ভিলেজ রিসোর্স পার্সন বিশ্বজিৎ ঘোষ। বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন ঠিকাদার। টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাবি, কাজ নিয়ে খোঁজ নিতে গিয়েছিলাম। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিও-র।
নাগেরবাজারে মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য। আরও বেশি কাজ করতে চাইছিলেন বিদিশা। কিন্তু চলতি মাসের গোড়ায় মডেল প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন। ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। এমনই দাবি ঘনিষ্ঠদের। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি ডায়েরির মধ্যে লেখা ছিল সুইসাইড নোট। মডেল-অভিনেত্রীর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।
এবার পাবলিক সার্ভিস কমিশনেও দুর্নীতির অভিযোগ। আজ PSC-ভবন অভিযান চাকরিপ্রার্থীদের, সমর্থন জানিয়েছে বামেরা।
ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য দু’ দিন পুরোপুরি বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়া শাখায় চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন।
SSC দুর্নীতি মামলায় গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, SSC-র উপদেষ্টা কমিটির কাজ কী ছিল? চাকরি দেওয়া? নাকি গ্রিভান্স সেল হিসেবে কাজ করত উপদেষ্টা কমিটি? সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান উপদেষ্টা কমিটির কাজ সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর কাছে জানতে চাওয়া হয়, SSC-কে কোনও গ্রিভান্স সেল খোলা হয়েছিল কিনা। এই প্রশ্নের জবাবেও প্রাক্তন শিক্ষামন্ত্রী কিছু জানেন না বলে দাবি করেন। খবর সিবিআই সূত্রে। সিবিআই সূত্রে দাবি, সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদে বারবার ঘুরিয়ে ফিরিয়ে উপদেষ্টা কমিটির কাজকর্ম নিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।
কয়লা পাচারকাণ্ডে এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই । আনতে বলা হয়েছে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড । আনতে বলা হয়েছে তৃণমূল বিধায়কের ব্যাঙ্ক স্টেটমেন্টও, খবর সিবিআই সূত্রে। বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে, সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে।
কলকাতা থেকে ৫ কোটি টাকারও বেশি মূল্যের বিদেশি সোনা ও মার্কিন ডলার উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রবীন্দ্র সরণির একটি দোকানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ৪১টি সোনার বার ও মার্কিন ডলার। সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫ কোটি ১৯ লক্ষ টাকা। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কলেজে প্রিন্সিপালের চেয়ারে বসে তৃণমূল বিধায়ক। পাশে সোফায় বসে অধ্যক্ষা। শান্তিপুর কলেজের এই ছবি প্রকাশ্যে এসেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল নামে একটি ফেসবুক পেজে। ছবিতে দেখা যাচ্ছে, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কলেজে প্রিন্সিপালের চেয়ার বসে আছেন। পাশে সোফায় বসে রয়েছেন অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্য।
ভবানীপুরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী অনন্যা গুহ । চলন্ত গাড়িতে পড়ে যায় গাছ । টালিগঞ্জে শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা। গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীকে
নাগেরবাজারে মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য। আরও বেশি কাজ করতে চাইছিলেন বিদিশা। কিন্তু চলতি মাসের গোড়ায় প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন। ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। এমনই দাবি ঘনিষ্ঠদের। পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।
বেলডাঙ্গা পুলিন্দাতে বাবার বিরুদ্ধে ছেলে ও মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ।ঘটনার পর থেকে পলাতক বাবা। দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন তিনি। বাবার অভিযোগ বেশ কিছুদিন ধরেই পারিবারিক বিরোধ চলছিল । পরিবার থেকে জানানো হয়েছে তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে।
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন, ইডেনে বসেই বেটিং চক্র চালানোর অভিযোগ। ৫ জনকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশের দাবি, ম্যাচ চলাকালীন ইডেনে বসে বেটিং চক্র চালাচ্ছিলেন তিনজন। খবর পেয়ে ইডেন গার্ডেন্সের এফ ওয়ান ব্লক থেকে তাঁদের পাকড়াও করে পুলিশ। তাঁদের জেরা করে নিউ মার্কেটের একটি গেস্ট হাউস থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
ওড়িশায় ভয়াবহ বাস-দুর্ঘটনা প্রাণ কেড়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, কলেজ ছাত্রীর। এই বছরই তাঁর বিয়ের কথা ছিল। বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে... এই অবস্থায় তরুণীর মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে পরিবার।
স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগে কলকাতা সহ ১০ জেলার ২৩টি বেসরকারি হাসপাতালের জরিমানা করল স্বাস্থ্য দফতর। জরিমানার অঙ্ক ৫ কোটি ৩১ লক্ষ টাকা। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, বিলে কারচুপি, অপ্রয়োজনীয় অস্ত্রোপচার, ভুয়ো অস্ত্রোপচার থেকে হাসপাতালের গ্রেডে কারচুপি ধরা পড়েছে। সেই জন্য ওই হাসপাতালগুলির জরিমানা করা হয়েছে।
স্ত্রীকে গলা কেটে খুন করে, পালিয়ে গিয়েও ফিরে এসে থানায় আত্মসমর্পণ স্বামীর। হাওড়ার উলুবেড়িয়ার ললিতাগোড়ি গ্রামের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে যান স্বামী। পুলিশের দাবি, গতকাল বিকেলে নিজেই থানায় এসে খুনের কথা কবুল করেন।
ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৬ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে পৌঁছয় ৬ জনের মৃতদেহ। এরপর পাঁচজনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা।
শহরে আবারও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ডিপ্রেসনে ভুগছিলেন বিদিশা, দাবি বান্ধবীদের। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
প্রেক্ষাপট
- এক নজরে আজকের শিরোনাম ( Headlines)
- পল্লবীর ( Pallavi Dey ) মৃত্যুর ১০দিনের মধ্যেই আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের ফ্ল্যাটে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
- পল্লবীর মৃত্যুর পরে ছবি শেয়ার করে মেনে নিতে পারলাম না বলে পোস্ট। আত্মহত্যা করলে কেন? নৈহাটির বাসিন্দা বিদিশার মৃত্যুতে বাড়ছে রহস্য।
- সম্পর্কের টানাপোড়েন নাকি কেরিয়ারের ডিপ্রেশন ( Depression )? দমদমে বিদিশার ফ্ল্যাট থেকে সুইসাইড নোট পাওয়ার দাবি।
- দলবদল একটা রোগ, দলবদলুদের ১ বছর বসিয়ে রাখা উচিত। অর্জুনের তৃণমূল প্রত্যাবর্তনের পরেই বিস্ফোরক বিধায়ক চিরঞ্জিত।
- প্রথম দিন সাড়ে ৩ ঘণ্টার পরে দ্বিতীয় দিনে সাড়ে ৮ ঘণ্টা! এসএসসি দুর্নীতিতে পার্থকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিয়োগ নিয়ে প্রশ্ন।
- এসএসসি (SSC) মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না পার্থ। হাইকোর্টের রায়ে বিরুদ্ধে আর্জির এখনই হচ্ছে না শুনানি। ত্রুটিমুক্ত আবেদনের নির্দেশ।
- এসএসসির বেনিয়মের অভিযোগে সরব প্রাক্তন চেয়ারম্যান। বললেন, সিবিআই বা আদালত ডাকলে যাব।
- ক্ষমতায় এলে প্রয়োজনে অনলাইনে এসএসসিতে নিয়োগ। আশ্বাস সুকান্তর। মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে পাল্টা খোঁচা তৃণমূলের।
- এসএসসি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার কলেজেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। নিয়ম মেনেই নিয়োগ, পাল্টা দাবি কমিশনের।
- জিটিএ-র (GTA) সঙ্গেই ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচন। একইদিনে ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর, পানিহাটির তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডে ভোট।
- ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে। বুথে বুথে তৈরি হবে দুর্গাবাহিনী। হুঙ্কার সুকান্তর। গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে, খোঁচা কুণালের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -