West Bengal News Live: সেচ দফতরে চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার
Get the latest West Bengal News and Live: রাখাল বেরা নামে একজনকে গ্রেফতার করল পুলিশ
সেচ দফতরে চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার। রাখাল বেরা নামে একজনকে গ্রেফতার করল পুলিশ। ২০১৯-এ সেচ দফতরে চাকরির নামে প্রতারণার অভিযোগ। সেই সময় শুভেন্দু-ঘনিষ্ঠ ছিলেন রাখাল বেরা, দাবি পুলিশের।
হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের কাছে বিপুল সংখ্যক বোমা উদ্ধার। ফুটপাথে ফলের বস্তার মধ্যে থেকে উদ্ধার প্রায় ৫০টি তাজা বোমা। বম্ব স্কোয়াড ও হেস্টিংস থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে।
দক্ষিণবঙ্গে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তর ২৪ পরগনা ও হুগলিতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও দু-এক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রাক বর্ষার বৃষ্টি। বৃষ্টি হয়েছে বাঁকুড়া, আসানসোল, কোচবিহারে।
স্তম্ভিত করার মতো খবর, ট্যুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। কেশপুরে বিরোধীদের সামাজিক বয়কটের পোস্টার। সামাজিক বয়কট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যুইট। ‘বাংলায় যাতে সবাই সুরক্ষিত থাকেন, দেখুন মুখ্যমন্ত্রী। যাতে কেউ একঘরে না হয়ে যান, দেখুন মুখ্যমন্ত্রী। না হলে এটা সত্যির লজ্জার,’ আক্রমণ নির্মলা সীতারমণের। কেশপুরে বিরোধীদের বয়কট, মামলা দায়ের পুলিশের। গুজব ছড়ানোর অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের।
ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে, নেতৃত্বকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওয়ার্কিং কমিটির বৈঠকে কড়া বার্তা দিয়ে বললেন, ‘গরু-কয়লা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়িয়ে পড়েন। কথায় কথায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহার নয়।’
তৃণমূলের সর্বভারতীয় স্তরে গুরুত্ব বাড়ল অভিষেকের। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদারকে মহিলা সভানেত্রী হিসেবে মনোনয়ন। সায়নী ঘোষকে যুব তৃণমূলের সভানেত্রী পদে মনোনয়ন। বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মালা রায়কে। তৃণমূলের কৃষক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণেন্দু বসুকে। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হচ্ছেন দোলা সেন। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ। তৃণমূলের কালচারাল সেলের প্রধান হচ্ছেন রাজ চক্রবর্তী।’
শুভ্রাংশু-জল্পনার মধ্যেই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে উধাও সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের গ্রুপ ছাড়লেন বিজেপি সাংসদ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি ঘোষণার পরই গ্রুপ ছাড়েন সৌমিত্র। দলের আসল গ্রুপে আছি, বিতর্কের মুখে দাবি সৌমিত্রর।
বিপুল জয়ের পর আজ দুটি গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূলে শীর্ষ নেতা-নেত্রীদের। তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক। বৈঠকে যোগ দিতে পৌঁছলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর প্রশাসক এবং শাখা সংগঠনের প্রধানদের নিয়ে হবে বৈঠক। একটি বৈঠক হবে সরাসরি, আর একটি বৈঠক হবে ভার্চুয়ালি। দলত্যাগীদের তৃণমূলে ফেরা প্রসঙ্গেও হতে পারে আলোচনা। মোদি-শাহকে টেক্কা দিয়ে, তৃণমূলকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার নেপথ্যে, যিনি বড়সড় ভূমিকা নিয়েছেন, সেই প্রশান্ত কিশোর, আজ তৃণমূলের জোড়া বৈঠকে থাকতে পারেন।
এবার বেসুরো প্রবীর ঘোষাল। দিন পনেরো আগে তাঁর মাতৃ বিয়োগের পর সমবেদনা জানিয়ে ফোন করেন মুখ্যমন্ত্রী। ফোনে খোঁজ নেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির স্থানীয় নেতারা খোঁজ নিলেও, যোগাযোগ করেননি রাজ্য নেতারা। এনিয়ে অভিমানী প্রবীর ঘোষাল।
বাঁশদ্রোণী থানা এলাকায় বহুতলে প্রৌঢ়ের রহস্যমৃত্যু। তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ। আজ সকালে গড়িয়া বিবেকানন্দ পার্ক এলাকার ওই আবাসনের বাসিন্দারা দুর্গন্ধ পান। পরে বাঁশদ্রোণী থানার পুলিশ এসে সিদ্ধার্থ রায় নামে ৫২ বছরের ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, বেসরকারি সংস্থার কর্মী ওই প্রৌঢ় ইদানিং একাই থাকতেন। মুখ খুলতে চাননি মৃতের পরিবারের সদস্যরা। শারীরিক অসুস্থতা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
পার্ক সার্কাসে ঘুড়ি ধরতে গিয়ে পড়ে মৃত্যু হল ১৮ বছরের তরুণের। গতকাল ক্রিস্টোফার রোডের কাছে শিয়ালদা দক্ষিণ শাখার রেলসেতুর ওপর ঘুড়ি ধরতে যান স্থানীয় বাসিন্দা ওই তরুণ। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আজ সকালে তাঁর মৃত্যু হয়।
বিপুল জয়ের পর আজ দুটি গুরুত্বপূর্ণ বৈঠক বসছেন তৃণমূলে শীর্ষ নেতা-নেত্রীরা। দুপুর দুটোয় তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক। তারপর মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর প্রশাসক এবং শাখা সংগঠনের প্রধানদের নিয়ে হবে বৈঠক। একটি বৈঠক হবে সরাসরি, আর একটি বৈঠক হবে ভার্চুয়ালি। দলত্যাগীদের তৃণমূলে ফেরা প্রসঙ্গেও হতে পারে আলোচনা। মোদি-শাহকে টেক্কা দিয়ে, তৃণমূলকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার নেপথ্যে, যিনি বড়সড় ভূমিকা নিয়েছেন, সেই প্রশান্ত কিশোর, আজ তৃণমূলের জোড়া বৈঠকে থাকতে পারেন।
ভারী যান চলাচল করায়, ক্ষতিগ্রস্ত রাস্তা। স্থায়ী মেরামতির জন্য উদ্যোগ নিল কলকাতা পোর্ট ট্রাস্ট। হাইড রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড ও হোবোকেন রোড সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ২৪ কোটি টাকারও ওয়ার্ক অর্ডারও মঞ্জুর হয়েছে বলে কলকাতা পোর্ট ট্রাস্ট সূত্রে খবর।
জগদ্দলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজি।খবর পেয়ে সংঘর্ষ থামাতে গেলে আক্রান্ত পুলিশ।পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি।বোমার ঘায়ে আহত ৩ পুলিশকর্মী।এলাকায় বেশ কিছু বাড়িতে ভাঙচুরের অভিযোগ
ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মন্ত্রীত্ব চাই না, কামারহাটি পুরসভার প্রশাসক করে দিন। কামারহাটির উন্নয়নে কাজ করব। দরকার হলে বিধায়ক পদ ছেড়ে দেব। তিনমাসের মধ্যে কামারহাটি এলাকার উন্নয়ন করব। তৃণমূলনেত্রীর কাছে আবেদন মদন মিত্রের।
পূর্ব মেদিনীপুরের নয়াচরে ইয়াস-ক্ষতিগ্রস্তদের দুয়ারে ত্রাণ বিলির আগেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি হিসেব অনুযায়ী, নয়াচরে প্রায় আড়াই হাজার মানুষের বাস। এদের অধিকাংশই মত্স্যজীবী। ইয়াস-বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে মাছ চাষের। গতকাল ওই এলাকা পরিদর্শনে যান মত্স্যমন্ত্রী অখিল গিরি। ইয়াসের ধাক্কা সামলাতে ক্ষতিগ্রস্তদের মত্স্যজীবীদের দুয়ারে ত্রাণ বিলির আশ্বাস দেন তিনি। বিজেপির অভিযোগ, নয়াচরের অধিকাংশ ভেড়িই বেআইনি। তাই সরকারি ত্রাণের টাকা নিজেদের পকেটে পুরবেন তৃণমূল নেতারা। ভোটে হেরে সবকিছুতেই রাজনীতি খুঁজছে বিরোধীদল, গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
এবার গৃহবন্দি থাকতে চান ছত্রধর মাহাতোও। গতকাল আদালতে আবেদন ছত্রধরের কৌঁসুলির।রাজধানী হাইজ্যাক মামলায় ধৃত ছত্রধর।‘উনি অসুস্থ, তদন্তে সহযোগিতা বাড়ি থেকেও করতে পারবেন’।
আদালতে জানালেন ছত্রধরের আইনজীবী।আবেদনের উপর সোমবার নগর দায়রা আদালতে শুনানি
সম্পত্তি-বিবাদে বাবাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালি গ্রামের ঘটনা। পরিবারের অভিযোগ, সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন বড় ছেলে। গতকালও এনিয়ে বচসা বাধে। সেইসময় বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বড় ছেলে। বাবার হাতের বেশ কয়েকটি আঙুল কেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত প্রৌঢ়কে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসন্তী থানায় অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্ত।
সাতদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর হাত ধরেই বঙ্গে বর্ষামঙ্গলের সূচনা। উত্তরবঙ্গে অবশ্য আগেই ঢুকতে পারে বর্ষা। আগামী শনি-রবিবার গোটা রাজ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই বাড়বে বৃষ্টি। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
কালভার্টের সংস্কারের জন্য আজ থেকে ১৭ জুন পর্যন্ত আংশিক বন্ধ থাকবে রেড রোড। দুধাপে প্রথমে উত্তরমুখী এবং পরে দক্ষিণমুখী লেনের সংস্কার হবে। বিকল্প কোন রাস্তা দিয়ে যান চলাচল করবে, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
ভোটে হেরে রাজনীতি কমিয়ে ব্যবসায় মন দিয়েছেন কালনার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা পার্টি অফিস ছেড়ে এখন রোজ কাপড়ের দোকানে বসছেন। কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে যাতায়াত করছেন মোটরবাইকে। তৃণমূলত্যাগী বিজেপি নেতার আর্জি, করোনাকালে বেচাকেনা কমে গিয়েছে দোকানে। দুপুরের পরিবর্তে বিকেলে তা খোলা রাখার অনুমতি দিক সরকার।
নকল স্যানিটাইজার বিক্রির অভিযোগ। হালিশহর রেল বাউন্ডারি এলাকা থেকে আটক এক কারখানার মালিক। উদ্ধার প্রচুর স্যানিটাইজার উদ্ধার।
চায়ের দোকানে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। দু’ পক্ষের ১০ জন আহত। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ইটের ঘায়ে আহত হন ৩ পুলিশ কর্মীও। ঘটনার সূত্রপাত গতকাল রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের এডিসন ও জেসি বোস রোড এলাকায় চায়ের দোকানে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে। এনিয়ে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় রাজনৈতিক রং লাগে। একপক্ষ নিজেদের তৃণমূল ও বিরোধীপক্ষকে বিজেপি বলে দাবি করে। যদিও শাসক-বিরোধী, কোনও দলের নেতৃত্বেরই প্রতিক্রিয়া মেলেনি। সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৩ পুলিশ কর্মীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় কমব্যাট ফোর্স। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে খাল সংস্কার নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে সংস্কারের কাজ হওয়ায় ফাটল ধরছে বাড়ি, দোকান ঘরে। খাল সংস্কারের নামে মাটি বিক্রি করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। পাল্টা জবাব শাসক দলের।
প্রেক্ষাপট
সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব, প্রায় তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট। নবান্নের সিদ্ধান্তের অপেক্ষা। পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন পদ্ধতির ভাবনা।
তৃণমূলের সঙ্গে জেলা নেতৃত্বের আঁতাঁতের অভিযোগ। চুঁচুড়া পার্টি অফিসে দিলীপের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। নেতাদের অপসারণের দাবি।
কেশপুরে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের সামাজিক বয়কটের ডাক। বিজেপি-সিপিএমের ১৮জনের নামে পোস্টার। ২টি বুথে পিছিয়ে থাকায় শাসকের প্রতিহিংসা, অভিযোগ বিজেপির। পাল্টা চক্রান্তের দাবি তৃণমূলের।
বিরোধীদের সামাজিক বয়কটের ডাক, ক্ষুব্ধ দেব। যেই করুক না কে, ঘৃণা সমর্থন নয়। অহেতুক দলের বদনাম করবেন না। কড়া বার্তা সাংসদের। অমানবিক, অসহিষ্ণুতার নিদর্শন, কটাক্ষ বিজেপির।
ঘরছাড়াদের নিয়ে বিজেপির অন্দরেই সংঘাত। কে-এস-এ-ডি আদ্যক্ষর ব্যবহার করে নেতৃত্বকে আক্রমণ। নিজে কিছু করছেন না কেন? পাল্টা খোঁচা দিলীপের। সবাইকে নিরাপদে ফেরানোর আশ্বাস দিয়ে তালিকা চাইলেন চন্দ্রিমা।
অন্তর্বর্তী জামিনে মুক্তির পরে ব্যাঙ্কশাল আদালতে নারদকাণ্ডের ৪ হেভিওয়েট। মিনিট দশেক থাকলেন ফিরহাদ, সুব্রত, মদন। বান্ধবীকে নিয়ে গেলেন শোভন। ১৮ জুন মামলার ফের শুনানি।
এবার মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে লকেট। বিতর্কে মুখ খুললেন দিলীপ।বললেন, জিজ্ঞেস করার প্রয়োজন নেই, দেখে চলে এসেছি। আমাকেও কেউ দেখতে আসেনি।
ভাটপাড়ায় ফের গুলি। বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে বচসা অর্জুনের।
তৃতীয়বার ক্ষমতায় ফিরে কি এবার এক ব্যক্তি, এক পদ নীতির পথে তৃণমূলও? কাল মমতার ২টি বৈঠক। আরও বাড়তে পারে অভিষেকের গুরুত্ব। সাংগঠনিক পদে আনা হতে পারে নতুন মুখ।
অবসরপ্রাপ্ত কোনও আমলাকে সরকারি পদে বসাতে চাইলে লাগবে ভিজিল্যান্সের ছাড়পত্র। নিয়োগে স্বচ্ছতা আনতে দিতে হবে বিজ্ঞাপন। বিশেষ একজনকে দেওয়া যাবে না সুযোগ। নির্দেশিকা কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -